মুম্বই যেতে আর লাগবে না করোনার নেগেটিভ রিপোর্ট, পূরণ করতে হবে শুধু এই শর্ত…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 14, 2021 | 6:56 AM

COVID norms to enter Mumbai: মুম্বইয়ের পুরপ্রধান ইকবাল সিং চাহাল বিধিনিষেধ শিথিল করার ঘোষণা করেন। রাজ্যের একাংশ মানুষই যেহেতু ইতিমধ্যেই করোনা টিকা পেয়ে গিয়েছেন, সুতরাং যাদের দুটি ডোজ়ই নেওয়া থাকবে, তাদের মুম্বই প্রবেশের জন্য করোনার নেগেটিভ রিপোর্ট লাগবে না।

মুম্বই যেতে আর লাগবে না করোনার নেগেটিভ রিপোর্ট, পূরণ করতে হবে শুধু এই শর্ত...
বিমানবন্দরেও চলছে করোনা পরীক্ষা। ফাইল চিত্র।

Follow Us

মুম্বই: আর বাধ্যতামূলক থাকল না করোনার নেগেটিভ রিপোর্ট (COVID-19 negative Report)। যাদের ভ্যাকসিনের দুটি ডোজ়ই নেওয়া হয়ে গিয়েছে, তারা এ বার থেকে মুম্বই (Mumbai) গেলে আরটি-পিসিআর পরীক্ষার (RT-PCR Test) নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে না। মঙ্গলবারই রাজ্য় সরকারের তরফে এই ঘোষণা করা হয়।

গত মে মাস থেকে সংক্রমণ বাড়তেই ফের একবার রাজ্যে প্রবেশের জন্য় করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করেছিল মহারাষ্ট্র সরকার। যাত্রার ৪৮ আগে করানো আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট দেখালে, তবেই মুম্বইয়ে প্রবেশের ছাড়পত্র মিলত।

দ্বিতীয় ঢেউয়ের দাপট কমতেই মঙ্গলবার মুম্বইয়ের পুরপ্রধান ইকবাল সিং চাহাল বিধিনিষেধ শিথিল করার ঘোষণা করেন। একটি চিঠিতে মহারাষ্ট্রের মুখ্যসচিবকে তিনি জানান, বহু যাত্রীই ব্যবসার খাতিরে বা জরুরি প্রয়োজনে ভিন রাজ্যে যাচ্ছেন এবং সেদিনই বা পরেরদিন ফিরে আসছেন। তাদের পক্ষে আরটি-পিসিআর পরীক্ষা করানো ও তার রিপোর্ট দেখানো কার্যত অসম্ভব।

রাজ্যের একাংশ মানুষই যেহেতু ইতিমধ্যেই করোনা টিকা পেয়ে গিয়েছেন, সুতরাং যাদের দুটি ডোজ়ই নেওয়া থাকবে, তাদের মুম্বই প্রবেশের জন্য করোনার নেগেটিভ রিপোর্ট লাগবে না। তবে এই নিয়ম প্রযোজ্য় কেবল অন্তর্দেশীয় যাত্রীদের জন্যই।

সোমবার মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬০৩ জন, সংক্রমণে মৃত্য়ু হয়েছে ৫৩ জনের। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১ লক্ষ ৬৫ হাজার ৪০২। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ২৪। আরও পড়ুন: কাপ্পার থাবা এ বার রাজস্থানেও, ১১টি নমুনায় মিলল করোনার নয়া ভ্যারিয়েন্টের হদিস 

Next Article