Forest: ৩ মাস ঘুরতে যেতে পারবেন না জঙ্গলে, এল বড় নির্দেশ

Forest Closed: বন বিভাগের তরফে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গলে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হল।

Forest: ৩ মাস ঘুরতে যেতে পারবেন না জঙ্গলে, এল বড় নির্দেশ
ফাইল চিত্র।Image Credit source: X

|

Jun 08, 2025 | 7:19 AM

কলকাতা: বর্ষার মরশুমে জঙ্গলে সৌন্দর্য্য দেখার প্ল্যান? ভাবছেন জঙ্গলে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার বা হাতি, গণ্ডারের দর্শন পাবেন? তাহলে সেই প্ল্যান এখনই বাতিলই করুন। জঙ্গলে আপাতত তিন মাস নো এন্ট্রি পর্যটকদের। উত্তরবঙ্গের জঙ্গলগুলিতেও প্রবেশ বন্ধ। যদি বন্যপ্রাণী দেখতে হয়,তবে ভরসা একমাত্র সুন্দরবন। সেখানে লঞ্চ বা বোটে করে ঘুরে দেখতে পারবেন।

বন বিভাগের তরফে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সমস্ত জঙ্গলে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জঙ্গলে যাওয়া নিষেধ। কেন এই সিদ্ধান্ত? বন বিভাগ জানিয়েছে, এটা বন্যপ্রাণীদের মিলনের সময়। তাদের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুন,জুলাই ও অগস্ট মাস হল বন্যপ্রাণীদের মিলনের সময় বা পিক মেটিং সিজন। এই সময়ে বাঘ, হরিণ সহ বন্যপ্রাণীরা যেমন মিলন করে, তেমনই কুমির, সাপ থেকে শুরু করে কচ্ছপ ডিম পাড়ে উপকূলবর্তী এলাকাগুলিতে। পর্যটকদের জন্য এই সময় জঙ্গল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে এই সময়ে পশু-পাখিদের কেউ বিরক্ত না করে। এতে বন্যপ্রাণীর প্রজনন বাড়বে বলেই আশা করা হচ্ছে।

রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ইন্ডিয়া টুডে-কে বলেন, “ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানের অধীনেই এই পরিকল্পনা অন্তর্গত। পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত জঙ্গলেরই কোর এরিয়াতে এই নিয়ম কার্যকর করা হয়। আমরা সবসময় এই নিয়ম মানার চেষ্টা করি একটি শান্ত পরিবেশ তৈরি ও পশু-পাখিদের প্রজনন বাড়ানোর জন্য।”

প্রসঙ্গত, কোর এরিয়াতে এমনিতেই সাধারণ মানুষদের প্রবেশ নিষেধ।