
নয়া দিল্লি: বিষ বাতাসে আর নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। দিল্লিতে দূষণ রুখতে ধাপে ধাপে একাধিক কড়া নিয়ম চালু করা হয়েছে। তাও দূষণ রোধ করা যাচ্ছে না। এবার দিল্লিতে বেসরকারি গাড়ির প্রবেশই নিষিদ্ধ হয়ে গেল। অফিসে বাধ্য়তামূলকভাবে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করতে দিতে হবে। আজ, বৃহস্পতিবার থেকে বিএস-৬-র নীচে থাকা কোনও প্রাইভেট গাড়ি দিল্লিতে ঢুকতে পারবে না।
নতুন নিয়মে সমস্ত পেট্রোল পাম্পকে বলা হয়েছে যে পলিউশন আন্ডার কন্ট্রোল অর্থাৎ পিইউসি সার্টিফিকেট না থাকলে, কোনও গাড়িকে যেন জ্বালানি দেওয়া হবে না। অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন ক্যামেরা ও ভয়েস অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে এই ধরনের গাড়িগুলি চিহ্নিত করা হবে।
দিল্লির ১২৬টি চেক পয়েন্টে ৫৮০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। তারা নজরদারি চালাবেন যাতে দিল্লিতে বাইরে থেকে বিএস-৬ র নীচে কোনও প্রাইভেট গাড়ি ঢুকতে না পারে। কোনও গাড়ি নিয়মভঙ্গ করলে কড়া পদক্ষেপ করা হবে। মনে করা হচ্ছে, দিল্লি সংলগ্ন গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ, নয়ডা থেকে প্রায় ১২ লক্ষ গাড়ির প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে আজ থেকে। দিল্লি সরকারের দাবি, বাতাসে দূষিত পিএম ১০ (PM 10)-র ১৯.৭ শতাংশ এবং পিএম ২.৫-র ২৫.১ শতাংশই গাড়ির ধোঁয়া থেকে হয়।
এই নিয়মের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)-র স্টেজ ৪ কার্যকর থাকবে। অফিসে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দিতে হবে। সরকারি ও বেসরকারি স্কুলে অনলাইন ও অফলাইনে পঠনপাঠনের ব্যবস্থা রাখতে হবে। আজ লোকসভাতেও দিল্লির দূষণ নিয়ে আলোচনা হবে।