
লখনউ: আগামিকাল, ২৫ নভেম্বর ‘নো নন-ভেজ ডে’ (No non-veg day)। শুনতে অবাক লাগছে! যোগী আদিত্যনাথের রাজ্য, উত্তরপ্রদেশে তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এটা ঘোষণা করা হয়েছে। রাজ্যের সমস্ত মাংসের দোকান (Meat shop) ও কসাইখানা বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে।
যোগী প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ নভেম্বর সাধু টি.এল ভাসওয়ানির জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যেই এদিন গোটা রাজ্যে ‘নো নন-ভেজ ডে’ অর্থাৎ নিরামিষ দিন ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের সরকার। কেউ যাতে মাংস কিনতে না পারে, সেজন্য এদিন রাজ্যের সমস্ত মাংসের দোকান ও কসাইখানা বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, সাধু টি.এল ভাসওয়ানি বিশিষ্ট শিক্ষাবিদ। তিনিই শিক্ষাক্ষেত্রে মীরা আন্দোলন শুরু করেছিলেন এবং বর্তমানে পাকিস্তানের সিন্ধ প্রদেশে সেন্ট মীরা স্কুল প্রতিষ্ঠা করেন। তাঁর জীবনী নিয়ে পুনেতে দর্শনি মিউজিয়ামও করা হয়েছে। সাধু ভাসওয়ানির জন্মবার্ষিকী, ২৫ নভেম্বর আন্তর্জাতিক ‘মাংসহীন দিবস’ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবার সেই পথে হেঁটেই ২৫ নভেম্বর ‘নো নন-ভেজ ডে’ ঘোষণা করল যোগী সরকার।
প্রসঙ্গত, সম্প্রতি সার্টিফিকেট ছাড়া হালাল মাংস বিক্রি ও কেনারকর উপর নিষেধাজ্ঞা জারি করেছে যোগী সরকার। সেই সিদ্ধান্তের এক সপ্তাহের মধ্যেই ২৫ নভেম্বর নো নন-ভেজ ডে ঘোষণায় স্বাভাবিকভাবেই বিরক্ত আমিশাসীরা।