মুম্বই: মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতির জয়জয়কার। বিধানসভা নির্বাচনের ফল বলছে, ফের সরকার গড়বে মহাযুতি। আর মহাযুতির ‘ঝড়ে’ উড়ে গিয়েছে বিরোধীরা। ১০০টির বেশি আসন পেল বিজেপি। বিরোধী জোটের মোট আসন সংখ্যা বিজেপির ধারেকাছে পৌঁছল না।
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় এক দফায় নির্বাচন হয়েছে। ভোটদানের হার ছিল ৬৬.০৫ শতাংশ। সেখানে ২০১৯ সালে ভোটদানের হার ছিল ৬১.১ শতাংশ। বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি ২৩০টির বেশি আসনে জিতেছে। মহাযুতি জোটের বিজেপি প্রার্থী দিয়েছিল ১৪৫ আসনে। একনাথ শিন্ডের শিবসেনা ৮১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আর অজিত পাওয়ারের এনসিপি লড়েছিল ৫৯ আসনে।
অন্যদিকে মহাবিকাশ আঘাড়ি জোটের কংগ্রেস প্রার্থী দিয়েছিল ১০১ আসনে। উদ্ধব ঠাকরের শিবসেনা প্রার্থী দিয়েছিল ৯৫ আসনে। আর শরদ পাওয়ারের এনসিপি প্রার্থী দিয়েছিল ৮৬ আসনে।
শনিবার ফল ঘোষণার পর দেখা গেল, মহাযুতি জোটের আশপাশে পৌঁছল না মহাবিকাশ আঘাড়ি। বিজেপি একাই ১২০টির বেশি আসন জিতল। ২০০-র বেশি আসন পেল মহাযুতি। মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ইতিহাস বলছে, গত ৩৪ বছরে বিজেপি ছাড়া কোনও দল ১০০টির বেশি আসন জেতেনি। এর আগে ১৯৯০ সালে ১০০টির বেশি আসন পেয়েছিল কংগ্রেস। এই নিয়ে পরপর ৩ বার মহারাষ্ট্রে ১০০-র বেশি আসন পেল বিজেপি।
শরদ পাওয়ারের রাজনৈতিক জীবনে তাঁর দল মহারাষ্ট্রে এত খারাপ ফল কখনও করেনি। ২০১৪ সালে এনসিপি জিতেছিল ৪১টি আসন। ২০১৯ সালে তারা পেয়েছিল ৫৪টি আসন। এবার সেখানে মাত্র ১৩ আসন পেল শরদ পাওয়ারের দল।
পরিসংখ্যান আরও বলছে, মহারাষ্ট্রে এই প্রথম কোনও জোট ২০০-র বেশি আসন পেল। নির্বাচনের আগে জোটের ক্ষেত্রে এত ভাল ফল ৫২ বছর পর হল। রাজনীতির কারবারিরা বলছেন, মহারাষ্ট্রে এমন ফল বহু বছর দেখা যায়নি।