
লখনউ: মা-বাবার অমতে বিয়ে করলে, পুলিশি সুরক্ষা পাওয়া যাবে না। একটি মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ রাখল এলাহাবাদ হাইকোর্ট।
এক যুগল পুলিশি নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই মামলার শুনানিতে হাইকোর্ট পর্যবেক্ষণ রাখে যে যদি না সত্যিই ওই যুগলের জীবন বা স্বাধীনতা বিপন্ন হয়, তাছাড়া মা-বাবার অমতে বিয়ে করা যুগল পুলিশি নিরাপত্তার দাবি করতে পারে না।
এলাহাবাদ হাইকোর্ট মামলার শুনানিতে বলে, যে ক্ষেত্রে সত্যিই প্রয়োজন, সেক্ষেত্রে আদালত নিরাপত্তা দিতে পারে, কিন্তু যেখানে ঝুঁকির সম্ভাবনা নেই, সেখানে যুগলের একে অপরকে সমর্থন করা শিখতে হবে এবং সমাজের মুখোমুখি হতে শিখতে হবে।
আবেদনকারীর রিট পিটিশন খারিজ করে দিয়ে আদালত জানায়, এক্ষেত্রে পিটিশনারদের কোনও ঝুঁকি নেই। হাইকোর্ট পর্যবেক্ষণে বলে, “নিজেদের ইচ্ছায় বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে যাওয়া যুবক-যুবতীদের আদালত নিরাপত্তা দিতে বাধ্য নয়। এমন কোনও প্রমাণ নেই যে পিটিশনারদের মানসিক বা শারীরিক ক্ষতি হতে পারে তাদের পরিবার থেকে।” আদালত এও উল্লেখ করে যে মামলাকারীরা এফআইআর-ও করেনি।