Indian Railway: আগামিকাল থেকেই রেলে লাগু নতুন নিয়ম! ভুলেও করবেন না এই কাজ, হয়ে যেতে পারে বড় জরিমানা
Indian Railway: কিন্তু এই নিয়ম তো অনেককাল লাগু হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে আবার নতুন করে ঘোষণার মানে কী?

কলকাতা: টিকিটে এই একটা ভুল থাকলে ঘাড় ধাক্কা দিয়ে ট্রেন থেকে নামিয়ে দেবে টিকিট চেকার। পয়লা মে থেকেই ভারতের দূরপাল্লার ট্রেনগুলিতে লাগু হচ্ছে নতুন নিয়ম।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দূরপাল্লার যাত্রীদের জন্য নিয়মে বদল আনছে ভারতীয় রেলওয়ে। যা লাগু হবে আগামিকাল থেকেই। যার জেরে আর ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় উঠতে পারবেন না অপেক্ষমান যাত্রীরা। তাদের চড়তে হবে অসংরক্ষিত বা জেনারেল কামরাতেই।
কিন্তু এই নিয়ম তো অনেককাল লাগু হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে আবার নতুন করে ঘোষণার মানে কী? সূত্রের খবর, যারা অনলাইন মাধ্যমে টিকিট কাটতেন, তাদের টিকিট ট্রেনের চূড়ান্ত সংরক্ষিত তালিকা তৈরির পরেও যদি ওয়েটিং লিস্টে থাকত তখন সেই টিকিট নিজে থেকেই বাতিল হয়ে যেত।
অনলাইনে অপেক্ষমান যাত্রীদের সংরক্ষিত কামরা থেকে দূরে সরিয়ে রাখার ব্যবস্থা থাকলেও, যারা স্টেশন থেকে টিকিট কাটতেন তাদের রোখার জন্য আলাদা করে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি রেলওয়ে। এবার সেই সকল যাত্রীদের রুখতেই বড় করে ঘোষণা করে দিল রেল।
এই প্রসঙ্গে উত্তর-পশ্চিম রেলওয়ে শাখার মুখ্য জনসংযোগ আধিকারিক শশী কিরণ, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংরক্ষিত কামরা যাত্রীদের আসন যাতে বেদখল না হয় বা গোটা যাত্রাপথে তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে।
ওয়েটিংয়ে থেকে স্লিপার বা এসি কামরায় উঠলে কত টাকা জরিমানা হতে পারে? জানা গিয়েছে, কোনও অপেক্ষমান যাত্রী রেলের সংরক্ষিত স্লিপার কিংবা এসি কামরায় উঠলে তাকে মোট জরিমানা দিতে হবে যথাক্রমে ২৫০ টাকা কিংবা ৪৪০ টাকা সঙ্গে সেই কামরার আসন প্রতি ভাড়াও।

