
নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে কোনও ভূমিকা নেই আমেরিকার। বিরতির ঠিক ৯ দিনের মাথায় বড় খোলসা করলেন দেশের বিদেশসচিব বিক্রম মিস্রি। সোমবার শশী থারুর নেতৃত্বাধীন সংসদীয় কমিটিকে এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি, সংঘর্ষ বিরতির সম্পূর্ণ সিদ্ধান্তটাই যে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক আলোচনার পর নেওয়া, তাও স্বীকার করেছেন তিনি।
এদিন মোট দু’ঘণ্টা ধরে চলে বৈঠক। যেখানে সংঘর্ষ বিরতি থেকে পরমাণু হুঁশিয়ারি, নানা প্রসঙ্গে প্রশ্ন তোলে সংসদীয় কমিটি। সূত্রের খবর, এক সদস্য মিস্রিকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, ‘তাঁর মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়েছে বলে সারা বিশ্বে যখন ঢাক পেটাচ্ছিলেন ট্রাম্প, সেই সময় কেন চুপ ছিল ভারত?’ এর উত্তরেই সত্যিটা প্রকাশ্য়ে আনেন বিদেশসচিব বিক্রম মিস্রি। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কোন সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ তবে কেন এত দিন চুপ ছিল ভারত? সেই প্রসঙ্গ মুখ খোলেন না তিনি।
পাশাপাশি, পাকিস্তানের দিক থেকে কোনও পরমাণু হুঁশিয়ারি এসেছিল কিনা সেই নিয়ে প্রশ্ন ওঠে বৈঠকে। সাম্প্রতিককালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারত কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ সহ্য করবে না। কিন্তু এই পরমাণু হুঁশিয়ারি কবে এল, এই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল প্রত্যেকের মনে। পিটিআই সূত্রে খবর, এদিনের বৈঠকে বিক্রম মিস্রি জানিয়েছেন, পাকিস্তানের দিক থেকে কোনও পরমাণু হামলার হুমকি ছিল না। গোটা সংঘর্ষ পর্বে শুধুই প্রচলিত অস্ত্রের ব্যবহার হয়েছে। তবে এই কমিটির আলোচনার বিষয়ে সরকারি তরফে কোনও বিবৃতি আসেনি।