Indian Army: শুধুই ‘সুদর্শন চক্র’ নয়, পাকিস্তানকে সাফ করতে আরও শক্তি বাড়ল ভারতীয় সেনার

Indian Army: পাকিস্তানের হেভি ফায়ারিং, ড্রোন অ্যাটাক মোকাবিলা একা হাতেই সামাল দিচ্ছিল ভারতীয় এয়ার ডিভেন্স সিস্টেম এস-৪০০। যা আবার সেনার কাছে সুদর্শন নামে পরিচিত। এবার তাকে সঙ্গত দিতে মাঠে নামছে আর তিন তিনটি পরাক্রমশালী ডিফেন্স সিস্টেম।

Indian Army: শুধুই ‘সুদর্শন চক্র’ নয়, পাকিস্তানকে সাফ করতে আরও শক্তি বাড়ল ভারতীয় সেনার
প্রতীকী ছবি Image Credit source: TV 9 Bangla GFX

| Edited By: জয়দীপ দাস

May 08, 2025 | 11:01 PM

নয়া দিল্লি: ভারতের সীমানা ধরে দিকে দিকে আক্রমণ শানাতে শুরু দিয়েছে পাকিস্তান। তবে ভারতের কাছে ল্যাজেগোবরে হয়েই ফিরতে হচ্ছে ইসলামাবাদকে। ইতিমধ্যেই পাকিস্তানের দু’টি F-16 কে কুপোকাত করেছে ভারত। একইসঙ্গে ৮টি মিসাইল ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। এবার পাকিস্তানকে দুরমুশ করতে আরও বড় পরিকল্পনা করে ফেলল ভারত। আরও শক্তি বাড়ল ভারতীয় সেনার। 

পাকিস্তানের হেভি ফায়ারিং, ড্রোন অ্যাটাক মোকাবিলা একা হাতেই সামাল দিচ্ছিল ভারতীয় এয়ার ডিভেন্স সিস্টেম এস-৪০০। যা আবার সেনার কাছে সুদর্শন নামে পরিচিত। এবার তাকে সঙ্গত দিতে মাঠে নামছে আর তিন তিনটি পরাক্রমশালী ডিফেন্স সিস্টেম। 

সূত্রের খবর, ইতিমধ্যেই ভারতে চালু হয়ে গিয়েছে চারটি অ্যান্টি ড্রোন সিস্টেম। এস-৪০০ এর সঙ্গেই থাকছে L-70, ⁠ ZSU-23, Shilka। শত্রুর ছোড়া ড্রোন থেকে মিসাইল আটকাতে এদের জুড়ি মেলা ভার। শুধু প্রতিরক্ষা নয়, পাকিস্তানকে আর ছেড়ে কথা বলতে নারাজ ভারত। সূত্রের খবর, লাহোর, ইসলামাবাদ, শিয়ালকোটে পাল্টা মিসাইল হামলা চালাচ্ছে ভারত। বাহাওয়ালপুরের পাক সেনা ক্য়াম্পেও বিধ্বংসী হামলা চালিয়েছে ভারত।