Masood Azhar Bombing Warning: রামমন্দির নিয়ে ক্ষোভ, প্রস্তুত রয়েছে হাজার হাজার জঙ্গি! ভাইরাল অডিয়ো বার্তায় হুঙ্কার মাসুদের
Masood Azhar News: মুখ খুলতেই ভারতবিরোধিতা। ভাইরাল হওয়া সেই অডিয়ো বার্তাগুলিতে রয়েছে শুধুই হুঙ্কার। যা ঘিরে রীতিমতো উদ্বেগের পরিস্থিতি। মাসুদকে বলে শোনা গিয়েছে, হাজার হাজার আত্মঘাতী জঙ্গি যে কোনও মুহূর্তে ভারতে হামলার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে।

নয়াদিল্লি: যে কোনও মুহূর্তে হামলার জন্য প্রস্তুত থাকতে হবে — ভাইরাল অডিয়ো বার্তায় ঠিক এই কথাটাই শোনা গেল পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হারের মুখে। ইতিমধ্য়েই সমাজমাধ্যম জুড়ে ভাইরাল হয়েছে মাসুদের একাধিক অডিয়ো বার্তা। অবশ্য যার সত্যতা টিভি৯ বাংলা যাচাই করেনি।
কী বার্তা দিয়েছেন মাসুদ?
মুখ খুলতেই ভারতবিরোধিতা। ভাইরাল হওয়া সেই অডিয়ো বার্তাগুলিতে রয়েছে শুধুই হুঙ্কার। যা ঘিরে রীতিমতো উদ্বেগের পরিস্থিতি। মাসুদ বলেন, হাজার হাজার আত্মঘাতী জঙ্গি যে কোনও মুহূর্তে ভারতে হামলার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। খুব শীঘ্রই চোরা পথে ভারতেও অনুপ্রবেশ করবে তাঁরা।
মাসুদের কথায়, ‘এঁরা (আত্মঘাতী বোমারু) কেউ একজন নন, দু’জন নয়, একশো জনও নয়। এমনকি, হাজারও নয়। যদি আসল সংখ্যাটা বলে দিই, তা হলে আগামিকাল বিশ্বের সমস্ত সংবাদমাধ্যম তোলপাড় হয়ে যাবে।’ মাসুদের আরও দাবি, এই সন্ত্রাসবাদীরা কেউ টাকা চায় না। এরা লড়ছে শহিদ হওয়ার জন্য। এখানে কোনও লাভ-ক্ষতির অঙ্কই নেই। শুধুই কাতারে কাতারে জঙ্গি পাঠানোর হুঁশিয়ারি দিয়ে ক্ষান্ত হননি মাসুদ আজ়হার। রামমন্দির নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। তবে একাংশের মতে, মাসুদের এই অডিয়ো বার্তাগুলি ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত। কারণ, প্রতিটি ভাইরাল ভিডিয়োয় মাসুদের গলার স্বর খানিকটা অন্যরকম।
উল্লেখ্য়, ২০০১ সালে সংসদ হামলা, ২০০৮ সালে মুম্বই হামলা, ২০১৬ সালে পঠানকোট এবং ২০১৯ সালে পুলওয়ামা হামলা — ভারতে একাধিকবার সন্ত্রাসহানা চালিয়েছে এই মাসুদ আজ়হার। ১৯৯৮ সালে মাসুদকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু ১৯৯৯ সালে কন্দহর বিমান অপহরণকাণ্ডে পর তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ভারত। সেই থেকেই মাসুদ পাকিস্তানে রয়েছে বলেই মনে করা হয়। অবশ্য, গতবছর অপারেশন সিঁদুরের সময় সেই প্রমাণ হাতেনাতে বিশ্বের সামনে তুলে ধরে ভারত। বায়ুসেনার প্রত্যাঘাতে শেষ হয়ে যায় মাসুদের গোটা পরিবার।
