সানি লিওনি বা বিরাট কোহলি নয়, Google-এ এবার কাকে সবথেকে বেশি খুঁজেছে ভারতবাসী জানেন?

Google Search: মহিলাদের মধ্যে যাঁর নাম নিয়ে সবথেকে বেশি খোঁজ করা হয়েছে, তাঁদের মধ্যে প্রথম নামটা আবার কোনও ভারতীয়র নয়। ভারতে মোস্ট সার্চড পার্সোনালিটিজের তালিকায় এক নম্বরে আছেন মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়মস।

সানি লিওনি বা বিরাট কোহলি নয়, Google-এ এবার কাকে সবথেকে বেশি খুঁজেছে ভারতবাসী জানেন?
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Jan 02, 2026 | 6:37 PM

খবর খোঁজার এখন একটা বড় জায়গা হল গুগল। গুগল তাদের সার্চে গিয়ে ২০২৫ সালে ভারতীয়রা সবচেয়ে বেশি কী কী জিনিস টাইপ করেছেন, তার একটা তালিকা দিয়েছে। তালিকাটা খুবই ইন্টারেস্টিং। বাছাই করা কয়েকটা জিনিসের নাম দেখলেই বুঝবেন। আমাদের দেশ যে সত্যিই একটা ক্রিকেট ক্রেজি নেশন, সেটা আবার প্রমাণিত হয়েছে। ভারতে গুগল সার্চে এক নম্বরে আইপিএল। দু-নম্বরেই আছে এআই নিয়ে নানারকম সার্চ। আর তিনে অপারেশন সিঁদুর।

নাম দিয়ে কোনও ব্যক্তিকে যখন খোঁজা হয়েছে, তখন এক নম্বরে কে আছে জানেন? নরেন্দ্র মোদী বা অমিতাভ বচ্চন নন। এক নম্বরে রয়েছেন বৈভব সূর্যবংশী। ১৭ বছরের এই কিশোরের ব্যাটিং সত্যিই দেশজুড়ে সারা ফেলে দিয়েছে। আর গুগল সার্চে পরের নামটা শুনলেও চমকে যাবেন। ধর্মেন্দ্র, যিনি কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন।

মহিলাদের মধ্যে যাঁর নাম নিয়ে সবথেকে বেশি খোঁজ করা হয়েছে, তাঁদের মধ্যে প্রথম নামটা আবার কোনও ভারতীয়র নয়। ভারতে মোস্ট সার্চড পার্সোনালিটিজের তালিকায় এক নম্বরে আছেন মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়মস।

বিনোদন জগতেও চমক। শাহরুখ-সলমন-আমির নন। সার্চ ট্রেন্ডিংয়ে সবার প্রথমে সইয়ারা ছবির দুই নবাগত অহান পাণ্ডে ও অনীত পড্ডা।

মোস্ট সার্চড ট্র্যাভেল ডেস্টিনেশনেও আছে চমক। এক আর দুয়ে আছে মহাকুম্ভ ও কাশ্মীর। সেটা না হয় ঠিকই আছে। কিন্তু, তিন আর চারে উঠে এসেছে গুজরাটের সোমনাথ মন্দির ও পুদুচেরি। চিনের তৈরি লাবুবু পুতুলও ট্রেন্ডিংয়ে প্রথম দশে জায়গা করে নিয়েছে।