NRI Marriage: ভারতীয় মহিলাদের বিয়ে করে বিদেশে পালালে রেহাই নেই, NRI বিয়ে নিয়ে আসতে চলেছে আইন

Indian law commission: মহিলাদের সুরক্ষা দিতেই এনআরআই বিয়ে নিয়ে পদক্ষেপ করতে চলেছে আইন কমিশন। যাতে এনআরআই স্বামীরা ভারতীয় মহিলাদের বিয়ের পর সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলতে না পারে, তার জন্য ইতিমধ্যে বিদেশি বিবাহ আইন নিয়ে পর্যালোচনা শুরু করেছে আইন কমিশন। পাশাপাশি আন্তর্জাতিক পাবলিক আইনও বিবেচনা করে দেখবে।

NRI Marriage: ভারতীয় মহিলাদের বিয়ে করে বিদেশে পালালে রেহাই নেই, NRI বিয়ে নিয়ে আসতে চলেছে আইন
প্রতীকী ছবি।

| Edited By: Sukla Bhattacharjee

Nov 16, 2023 | 12:34 AM

নয়া দিল্লি: অনেক প্রবাসী ভারতীয় (NRI) এদেশে বেড়াতে এসে ভারতীয় মেয়েদের (Indian woman) বিয়ে (Marriage) করে। তারপর কিছুদিন সংসার করার পর স্ত্রীকে ফেলে রেখেই সে নিজের জায়গায় ফিরে যায়। আবার ফিরে আসা বা স্ত্রীকে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে যায়। কিন্তু, সেটা আশ্বাসই থেকে যায়। বাস্তবায়িত আর হয় না। তখন ওই মহিলাদের অধিকাংশেরই জীবন কার্যত নষ্ট হয়ে যায়। অনেকে আবার সন্তানের মা হয়ে যান। তারপর আর স্বামীর দেখা পান না। ওই সমস্ত এনআরআই স্বামীদের জন্য এদেশে কোনও আইন নেই। ফলে এদেশে একটি মেয়েকে বিয়ে করে আবার অন্য দেশে গিয়ে সে অবলীলায় নতুন সংসার বাঁধতে পারে। আইনের ধরা-ছোঁয়ার মধ্যেও আসে না। সীমান্তবর্তী পঞ্জাব (Punjab), রাজস্থানে (Rajasthan) এই ধরনের ঘটনা বেশি দেখা যায়। তবে এবার আর রেহাই পাবে না। এনআরআই বিয়ে রক্ষা করা এবং স্ত্রীকে ফেলে প্রবাসে চলে যাওয়া এনআরআই স্বামীদের জন্য এবার কঠোর পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

এনআরআই বিয়ে রক্ষা করা এবং মহিলাদের সুরক্ষা দিতে বিশেষ ভাবনা-চিন্তা শুরু করেছে ভারতের আইন কমিশন। আইন কমিশনের তরফে বলা হয়, এনআরআই বিবাহ রক্ষা এবং স্ত্রী-ত্যাগী এনআরআই স্বামীদের নাগাল পেতে বিদেশ মন্ত্রকের কাছ থেকে একটি সুপারিশ পেয়েছিল আইন কমিশন। তারপরই এই বিষয়ে পর্যালোচনা শুরু করেছে।

আইন কমিশনের পদক্ষেপে মহিলারা নিরাপত্তা পাবে

মূলত, মহিলাদের সুরক্ষা দিতেই এনআরআই বিয়ে নিয়ে পদক্ষেপ করতে চলেছে আইন কমিশন। যাতে এনআরআই স্বামীরা ভারতীয় মহিলাদের বিয়ের পর সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলতে না পারে, তার জন্য ইতিমধ্যে বিদেশি বিবাহ আইন নিয়ে পর্যালোচনা শুরু করেছে আইন কমিশন। পাশাপাশি আন্তর্জাতিক পাবলিক আইনও বিবেচনা করে দেখবে। আইনের ত্রুটি-বিচ্যুতিগুলিও খতিয়ে দেখা হবে বলে আইন কমিশন সূত্রে খবর।