
নয়া দিল্লি: আজ সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি। নতুন ওবিসি তালিকার উপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আইনজীবী কপিল সিব্বল। আজ সেই মামলার শুনানি হতে চলেছে।
গত ১৭ জুন রাজ্যের ওবিসি তালিকার উপরে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ সরকার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। গত ২৪ জুলাই প্রধান বিচারপতির এজলাসে মামলা মেনশন করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আইনজীবী কপিল সিব্বল। ওই দিনই আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যে ওবিসি-র নতুন তালিকার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ায়। ৩১ অগস্ট পর্যন্ত নতুন তালিকার উপর স্থগিতাদেশ বজায় রাখার নির্দেশ দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের ৭৭ টি জনজাতিকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে যায়।
সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের রাজ্যের মামলা এখনও বিচারাধীন। কারা ওবিসি তালিকাভুক্ত হবেন, সে বিষয় নির্ধারণ করতে নতুন করে জনজাতিদের মধ্যে যাচাই (verification) করবে রাজ্যের ওবিসি কমিশন। এরপরই নতুন তালিকা ঘোষণা করে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, পুরনো জনজাতিকেই নতুন মোড়কে ফের ওবিসি তালিকাভুক্ত করার চেষ্টা করেছে রাজ্য সরকার।
এই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলাও দায়ের হয়েছে বলে জানান সিব্বল। আদালত অবমাননার মামলার উপরেও স্থগিতাদেশের আবেদন জানান তিনি। আজ, সোমবার মামলার শুনানি করবেন বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি বিআর গভাই।