ভ্যাকসিন সঙ্কট মেটাতে গ্লোবাল টেন্ডারের পথে ওড়িশা

সুমন মহাপাত্র |

May 15, 2021 | 12:32 PM

রাজ্যে ৩ কোটি ৮০ লক্ষ করোনা টিকার জন্য টেন্ডার ডেকেছে ওড়িশা।

ভ্যাকসিন সঙ্কট মেটাতে গ্লোবাল টেন্ডারের পথে ওড়িশা
ফাইল চিত্র

Follow Us

ভুবনেশ্বর: দেশে ভ্যাকসিন (COVID Vaccine) সঙ্কটের ছবিটা স্পষ্ট। একাধিক রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিনের জোগান নেই। যার ফলে ভ্যাকসিনেশন সেন্টারের লাইনে দাঁড়িয়েও টিকা পাচ্ছেন না অনেকে। কয়েকদিন আগেই রাজ্যগুলিকে খোলা বাজার থেকে টিকা কেনার অনুমতি দিয়েছে কেন্দ্র। তাই দেশের বাইরে থেকেও টিকা আনার চেষ্টা করছে রাজ্যগুলি। সেই মর্মেই গ্লোবাল টেন্ডার ডাকল ওড়িশা।

রাজ্যে ৩ কোটি ৮০ লক্ষ করোনা টিকার জন্য টেন্ডার ডেকেছে ওড়িশা। বিবৃতি দিয়ে নবীন পট্টনায়কের সরকার জানিয়েছে, ওড়িশা স্টেট মেডিক্যাল কর্পোরেশন (OSMC) ই-টেন্ডার পোর্টালের মাধ্যমে রাজ্যে টিকা আনতে চাইছে। ১০ মে গ্লোবাল টেন্ডার ডাকার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছিল নবীন পট্টনায়কের সরকার। ৪ দফায় ভ্যাকসিন নেবে ওড়িশা। সেই বিষয়ে অবগত করেই টেন্ডার ডেকেছে ওএসএমসি।

উল্লেখ্য, এর আগেও একাধিক রাজ্য ভ্যাকসিন সঙ্কট মেটাতে গ্লোবাল টেন্ডার ডাকার কথা ভেবেছে। লাগাতার বাড়তে থাকা করোনা সংক্রমণে রাশ টানতেই সকলকে ভ্যাকসিন দিতে এই পথে হাঁটল ওড়িশা সরকার। সে রাজ্যেও করাল থাবা বসিয়েছে করোনা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৯০ জন। মৃত্যু হয়েছে ২২ জনের। যার ফলে ওড়িশায় এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮৮ হাজার ৬৮৭। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৯ জন।

আরও পড়ুন: করোনা সঙ্কটে দেশ, পরিস্থিতি পর্যবেক্ষণে বৈঠক প্রধানমন্ত্রীর

Next Article