Teacher: শিক্ষকদের বেতন একলাফে বাড়ল ৫ হাজার টাকা
Teacher: জুনিয়র শিক্ষকদের বেতন ১১ হাজার থেকে বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। এর ফলে ১৩ হাজার ৭৪০ জন শিক্ষক উপকৃত হবেন। শুধু বেতন নয়, শিক্ষকদের ইপিএফে-ও সরকার যে টাকা দেয়, তাও বাড়ানো হচ্ছে।
ভুবনেশ্বর: তাঁরা মানুষ গড়ার কারিগর। কেন্দ্র যখন অষ্টম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছে, তখন বাড়ল শিক্ষকদের বেতন। হাসি ফুটল তাঁদের মুখে। তবে পশ্চিমবঙ্গের শিক্ষকদের বেতন বাড়ছে না। জুনিয়র শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পড়শি রাজ্য ওড়িশার সরকার। জুনিয়র শিক্ষকদের বেতন একলাফে ৫ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেরাজ্যের বিজেপি সরকার।
শুক্রবার ওড়িশার মুখ্যমন্ত্রীর অফিস থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জুনিয়র শিক্ষকদের বেতন ১১ হাজার থেকে বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। এর ফলে ১৩ হাজার ৭৪০ জন শিক্ষক উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই প্রস্তাবে সিলমোহর দিয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে। এর ফলে ওড়িশা সরকারের অতিরিক্ত ৮৯.১৫ কোটি টাকা খরচ বাড়ছে।
শুধু বেতন বাড়ানোই নয়, জুনিয়র শিক্ষকদের EPF-এ সরকার যে টাকা দেয়, তাও বাড়াচ্ছে ওড়িশার বিজেপি সরকার। আগে জুনিয়র শিক্ষকদের EPF-ও তে ১৪৪৩ টাকা দিত রাজ্য সরকার। এবার থেকে ১৯৫০ টাকা দেবে রাজ্য।
এই খবরটিও পড়ুন
জুনিয়র শিক্ষকদের বেতন বাড়ানোর প্রসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, শিক্ষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য রাজ্য সরকার সচেষ্ট। তাই জুনিয়র শিক্ষকদের বেতন বাড়ানো হল।
একদিন আগেই অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন একলাফে অনেকটাই বাড়তে পারে। কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কতটা বাড়বে, তা নিয়ে যখন জল্পনা চলছে, তখন ওড়িশার জুনিয়র শিক্ষকরা সুখবর পেলেন।