ভুবনেশ্বর: গুলিবিদ্ধ ওড়িশার (Odisha) স্বাস্থ্যমন্ত্রী নব দাস (Naba Das)। রবিবার একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সেখানেই তাঁর উপর হামলা চলে। সঙ্গে সঙ্গে মন্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর অবস্থা সঙ্কটজনক। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার ঝাড়সুগুদা জেলার বজরঙ্গ নগরে। দুপুর সাড়ে ১২টা নাগাদ স্বাস্থ্য মন্ত্রী নব দাস বজরঙ্গ নগরের গান্ধী চকে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক পুলিশ কর্মী।
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে ওড়িশার শাসক দল বিজিডির একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনে গিয়েছিলেন রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী নব দাস। দুপুর সাড়ে ১২টা নাগাদ ঝাড়সুগুদা জেলার বজরঙ্গ নগরে ওই দলীয় কার্যালয়ের সামনে পৌঁছন তিনি। গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ের দিকে এগোতেই হঠাৎ তাঁর উপরে হামলা চলে।
Odisha Health Minister Naba Das sustained injuries after being shot at by some unidentified miscreant near Brajarajnagar in Jharsuguda district. The incident occurred when Naba Das was on his way to attend a programme at Gandhi Chowk in Brajarajnagar.
(File pic) pic.twitter.com/8t8Ftf22Gb
— ANI (@ANI) January 29, 2023
জানা গিয়েছে, মন্ত্রীর বুকে দুটি গুলি লেগেছে। মন্ত্রীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে দ্রুত ঝাড়সুগুদা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হচ্ছে। মন্ত্রীর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে। আজই অস্ত্রোপচার করা হবে তাঁর।
Odisha Health Minister Naba Das brought to a local hospital after being shot at by some unidentified assailants near Brajarajnagar in Jharsuguda district.
Details awaited pic.twitter.com/jUkyjWZwm4
— ANI (@ANI) January 29, 2023
জানা গিয়েছে, হামলাকারী অজ্ঞাতপরিচয় কেউ নয়, পুলিশের এক আধকারিক। তাঁর নাম গোপাল চন্দ্র দাস, তিনি পুলিশের এএসআই। মন্ত্রী গাড়ি থেকে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালান। সূত্রের খবর, ওই পুলিশ অফিসার গান্ধী চক পোস্টে ডিউটিতে ছিলেন। মন্ত্রী আসার খবর জানতেই তিনি ওই দলীয় কার্যালয়ের কাছে যান। মন্ত্রী গাড়ি থেকে নামতেই তিনি নিজের সার্ভিস রিভলভার দিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি চালান।
ইতিমধ্যেই ওড়িশা সরকারের তরফে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে স্বাস্থ্যমন্ত্রীর নিরাপত্তায় এত বড় ত্রুটি হল, তা খতিয়ে দেখা হচ্ছে।