ভুবনেশ্বর: এক বছর হয়েছে বিয়ের, চলতি মাসের শুরুতেই ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। এরই মধ্যে মনে সন্দেহ। আর সেই সন্দেহের বশেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক। সদ্যোজাত মেয়েকে দেখতে গিয়ে, তাঁকে কীটনাশক দিয়ে মেরে ফেলার চেষ্টা করল যুবক। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের সন্দেহ, তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সদ্যোজাত সন্তানের বাবা কে, তা নিয়েও সংশয় ছিল তাঁর মনে। সেই কারণেই ইঞ্জেকশন সিরিঞ্জে কীটনাশক ভরে তা ২০ দিনের শিশুকন্যার শরীরে ঢুকিয়ে দেয় যুবক। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার সদ্যোজাত শিশুটিকে বালাসোরের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেই গোটা ঘটনাটি পুলিশকে জানানো হয়। মঙ্গলবার অবধি শিশুটির পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের না করায়, পুলিশের তরফেই স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা দায়ের করা হবে। অভিযুক্তের নাম চন্দন মাহানা।
বালাসোরের পুলিশ সুপারিন্ডেন্ট সাগরিকা নাথ জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত যুবক স্ত্রীকে সন্দেহ করত। সন্দেহের বশেই এই কাণ্ড ঘটিয়েছে। শিশুটির মা বা পরিবারের কেউ অভিযোগ না জানালেও, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে এবং গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, গত বছর চন্দনের সঙ্গে বিয়ে হয় তন্ময়ী নামক এক যুবতীর। চলতি বছরের ৯ মে তাঁদের একটি কন্যা সন্তান হয়। সন্তানকে নিয়ে আপাতত কিছুদিন বাপের বাড়িতে থাকার জন্য সিঙ্গিরি গ্রামে এসেছিলেন যুবতী। সোমবার সেখানেই সদ্যোজাত শিশুকন্যার সঙ্গে দেখা করতে আসে অভিযুক্ত চন্দন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়েকে বাবার কাছে রেখে স্নানে ঢুকেছিলেন তন্ময়ী। হঠাৎ তারস্বরে মেয়ের কান্না শুনে তিনি শৌচালয় থেকে বেরিয়ে আসেন। ঘরে ঢুকতেই দেখতে পান, স্বামীর এক হাতে ধরা ইঞ্জেকশন সিরিঞ্জ, অন্য হাতে কীটনাশকের বোতল। প্রথমে অস্বীকার করলেও, দীর্ঘক্ষণ ধরে প্রশ্ন করার পর যুবক জানায় যে ২০ দিনের ওই শিশুকন্যার শরীরে সিরিঞ্জ দিয়ে কীটনাশক ঢুকিয়ে দিয়েছে সে।
সঙ্গে সঙ্গে শিশুটির মা তাঁর মা-বাবাকে গোটা ঘটনা জানায়। দ্রুত স্থানীয় স্বাস্থ্য়কেন্দ্রে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে বালাসোরের হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে শিশুটির অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।