Office Hours Hike: অফিসে ৮ ঘণ্টা নয়, দিনে ১০ ঘণ্টা কাজ করতে হতে পারে এবার, আসছে নতুন নিয়ম

Maharashtra Working Hours: এবার অফিসে কাজের সময় বেড়ে ১০ ঘণ্টা হতে পারে। এমনটাই পরিকল্পনা সরকারের। দোকান, হোটেল, সিনেমা হল, বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানেই কাজের সময় বেড়ে যেতে পারে।

Office Hours Hike: অফিসে ৮ ঘণ্টা নয়, দিনে ১০ ঘণ্টা কাজ করতে হতে পারে এবার, আসছে নতুন নিয়ম
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Aug 27, 2025 | 1:28 PM

মুম্বই: দিনে ৮ ঘণ্টা বা ৯ ঘণ্টা নয়, এবার অফিসে কাজের সময় বেড়ে ১০ ঘণ্টা হতে পারে। এমনটাই পরিকল্পনা সরকারের। দোকান, হোটেল, সিনেমা হল, বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানেই কাজের সময় বেড়ে যেতে পারে। ইতিমধ্যেই এই প্রস্তাবনা বিবেচনা করে দেখছে সরকার।

বেসরকারি প্রতিষ্ঠানের কাজের সময় বাড়ানোর পরিকল্পনা করছে মহারাষ্ট্র সরকার। বর্তমান ৯ ঘণ্টার সময় বাড়িয়ে ১০ ঘণ্টা করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। মহারাষ্ট্র শপস অ্যান্ড এসট্যাবলিসমেন্ট (রেগুলেশন অব এমপ্লয়মেন্ট অ্যান্ড কন্ডিশনস অব সার্ভিস) অ্যাক্ট ২০১৭-এ পরিবর্তন করার পরিকল্পনা চলছে। এতেই কাজের সময়সীমা বাড়তে পারে।

মঙ্গলবার রাজ্য ক্যাবিনেটের বৈঠক ছিল। সেখানেই শ্রম বিভাগ এই প্রস্তাব দিয়েছে। শোনা যাচ্ছে, ৫ টি বড় বদল আনতে পারে রাজ্য সরকার। এর মধ্যে সবথেকে বড় পরিবর্তন হবে কাজের সর্বোচ্চ সময়ে পরিবর্তন। এই নিয়ম কার্যকর হলে, কোনও বেসরকারি প্রতিষ্ঠানে কোনও কর্মী ১০ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না।

প্রস্তাবনায় আরও বলা হয়েছে, যদি আধ ঘণ্টা ব্রেক দেওয়া হয়, তবেই কোনও কর্মী একটানা ৬ ঘণ্টা কাজ করতে পারবেন। বর্তমান নিয়মে একটানা সর্বাধিক ৫ ঘণ্টা কাজ করতে পারেন।

বেসরকারি প্রতিষ্ঠানে ওভারটাইমের সময়ও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তিন মাসে ওভারটাইমের সময় ১২৫ ঘণ্টা থেকে বাড়িয়ে ১৪৪ ঘণ্টা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে দিনে সর্বোচ্চ ১০.৫ ঘণ্টা ওভারটাইমের সময় রয়েছে। যা বাড়িয়ে ১২ ঘণ্টা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই নিয়ম শুধুমাত্র সেই সমস্ত বেসরকারি সংস্থাতেই কার্যকর হবে যেখানে কর্মীর সংখ্যা ২০ বা তার বেশি।