
মুম্বই: ৭৫ বছরের বৃদ্ধেরও মিলল না রেহাই। যৌন কেলেঙ্কারির (Sextortion) ফাঁদে পা দিয়ে ৮৯ হাজার টাকা খোয়ালেন এক বৃদ্ধ। তিনি মুম্বইয়ের এক চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতার বাবা বলে জানা গিয়েছে। এই ঘটনার পরই ভেরোসোভা পুলিশের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধের ছেলে ও বৌমা।
ভেরোসোভা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জানুয়ারি সন্ধে ৭ টা নাগাদ একটি অজানা ফোন নম্বর থেকে কল পান ৭৫ বছর বয়সী বৃদ্ধ। তিনি কল ধরার সঙ্গে সঙ্গেই সেটি কেটে দেন। তারপরই ওই একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি অশ্লীল ভিডিয়ো আসে তাঁর কাছে। অভিযোগকারী নম্বরটি ব্লক করে দেন। এরপর ১২ জানুয়ারি ফের আরেকটি নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে। এইবার ফোনের ওই প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে পুলিশ ইনস্পেক্টর বলে দাবি করেন। নাম বলেন ঋষিলাল শুক্লা।
ওই ব্যক্তি বৃদ্ধকে বলেন, একটি ভিডিয়োতে ধরা পড়েছে তিনি এক মহিলার সঙ্গে নাকি অশালীন কথাবার্তা বলছেন। সেই মহিলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগে তাঁর দু’বছরের জন্য জেলও হতে পারে বলে জানিয়েছিল ওই ব্যক্তি। প্রথমে এই ধরনের বর্ণনায় কিছুটা ভয়ই পেয়ে গিয়েছিলেন বৃদ্ধ। তাই স্বাভাবিকভাবেই ওই ব্যক্তির ফাঁদে পা দেন তিনি। ইউটিউব থেকে ভিডিয়ো সরিয়ে দেওয়া সহ একাধিক বিষয় তুলে টাকা চান সেই ব্যক্তি। এরকম বিভিন্ন অজুহাতে ততক্ষণে বৃদ্ধের থেকে প্রায় ৮৯,০০০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ব্যক্তি।
পরে এই গোটা বিষয়টিতে ধন্দ লাগে বৃদ্ধের। তিনি কোনও চক্রান্তের শিকার, আঁচ করতে পেরে গোটা বিষয়টি তাঁর ছেলে ও বৌমাকে খুলে বলেন গত ১৩ জানুয়ারি। তাঁরা পুরো বিষয় বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন। এবং এফআইআর দায়ের করেন। পুলিশ আধিকারিক বলেছেন, “ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে প্রতারণা ও ছদ্মবেশের একটি মামলা নথিভুক্ত করেছি। এই ঘটনায় আরও তদন্ত চলছে।”