
প্রয়াগরাজ: চলছে মহাকুম্ভ। দেশ-বিদেশ, দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন পুণ্যস্নান করতে। তার মধ্যে আজ আবার বিশেষ দিন। মাঘী পূর্ণিমা উপলক্ষে চলছে বিশেষ পুণ্য স্নান। এই স্নানের মাঝেই ঘটল এমন এক ঘটনা, যা দেখে কেউ নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। এক বৃদ্ধ ব্যক্তি স্নান করার সময় এমন জিনিস পেলেন, যা দেখে তাজ্জব সকলে। লোকজনের মুখে মুখে ঘুরছে একটাই কথা, এ তো অলৌকিক বিষয়। এটা কী করে হতে পারে। কী সেই জিনিস?
প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করতে এসে এক বয়স্ক ব্যক্তি অদ্ভুত এক জিনিস পান। ডুব দিতেই তিনি একটি কচ্ছপ খুঁজে পান। এতে অদ্ভুত কিছু নেই। গঙ্গায় কচ্ছপ থাকতেই পারে, কিন্তু এই কচ্ছপ আর পাঁচটা কচ্ছপের মতো নয়। ওই ব্যক্তির দাবি, কচ্ছপের গায়ে ইংরেজি হরফে এ, বি, সি, ডি লেখা। তিনি ওই কচ্ছপটিকে সঙ্গে নিয়ে আসেন। এখন দূর-দূরান্ত থেকে লোকজন ওই কচ্ছপ দেখতে আসছেন। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল কচ্ছপের ছবি।
ওই ব্যক্তির দাবি, তিনি প্রয়াগরাজে পুণ্যস্নান করতে গিয়েছিলেন। সঙ্গমে ডুব দেওয়ার সময়ই পায়ের কাছে কিছু একটা নড়াচড়া করছে বলে অনুভব করেন। জলে হাত ডোবালে, হাতে একটি কচ্ছপ পান। অদ্ভুত বিষয় হল, কচ্ছপটির গায়ে এমন প্রিন্ট ছিল যা হুবহু ইংরেজি এ, বি, সি, ডির মতো দেখতে।
অদ্ভুত দর্শন কচ্ছপ। ছবি TV9 ভারতবর্ষ।
অদ্ভুত দর্শন ওই কচ্ছপটিকে দেখেই তিনি সঙ্গে নিয়ে আসেন। লোকজনের ভিড় জমে যায় ওই কচ্ছপকে দেখতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কচ্ছপের ছবি।