নয়া দিল্লি: দুই সম্প্রদায়ের সংঘর্ষে অশান্ত ছোট্ট পাহাড়ি রাজ্য, মণিপুর। এখনও মণিপুরের (Manipur) পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এবার এই রাজ্যে শান্তি ফেরাতে বিশেষ উদ্যোগ নিলেন অলিম্পিয়ান চ্যাম্পিয়ন মীরাবাঈ চানু। মণিপুরে শান্তি ফেরানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-কে চিঠি লিখলেন তিনি (Mirabai Chanu)।
অলিম্পিয়াড মীরাবাঈ চানু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে রয়েছেন। তবে বিদেশে থাকলেও নিজের রাজ্যের পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বিগ্ন তিনি। তাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই সরাসরি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মীরাবাঈ চানু। চিঠিতে তিনি মণিপুরের অশান্তি থামানোর জন্য বিশেষ পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন। এব্যাপারে নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো-বার্তাও দিয়েছেন তিনি।
ভিডিয়ো-বার্তায় কী বলেছেন অলিম্পিয়াড?
অলিম্পিক চ্যাম্পিয়ন মীরাবাঈ চানু নিজের টুইটার হ্যান্ডেলে এক ভিডিয়ো-বার্তায় মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন, “মণিপুরে সংঘাতের তিন মাস পূর্ণ হতে চলেছে, কিন্তু এখনও শান্তি ফিরে আসেনি। এই সংঘাতের কারণে অনেক খেলোয়াড় প্রশিক্ষণ নিতে পারেননি, শিশুদের পড়াশোনাও বাধাগ্রস্ত হচ্ছে। অনেকে প্রাণ হারিয়েছেন এবং অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। পুড়ে গিয়েছে।” এরপরই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আবেদন করতে চাই যে, যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাতের অবসান ঘটান এবং মণিপুরের সমস্ত মানুষকে বাঁচাতে এবং শান্তি ফিরিয়ে আনতে পদক্ষেপ করুন।”
মণিপুরেরই বাসিন্দা মীরাবাঈ চানু। ওটাই তাঁর জন্মস্থান। তাই বিদেশে থাকলেও নিজের রাজ্য নিয়ে যে তিনি বিশেষ উদ্বিগ্ন, সেকথাও উল্লেখ করেছেন মীরাবাঈ চানু। তিনি বলেন, “আসন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসের প্রশিক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলেও আমার বাড়ি মণিপুরে। আমি মণিপুরে না থাকলেও সেখানকার পরিস্থিতি নিয়ে আমি সবসময় চিন্তিত, কবে এই সংঘাতের অবসান ঘটবে।”
I request Hon’ble Prime Minister @narendramodi_in sir and Home Minister @AmitShah sir to kindly help and save our state Manipur. ?? pic.twitter.com/zRbltnjKl8
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 17, 2023
প্রসঙ্গত, কুকি ও মেইতি সম্প্রদায়ের সংঘর্ষে অশান্ত মণিপুর। গত ৩ মে থেকে দু-পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্য। রক্তক্ষয়ী এই সংঘর্ষে এখনও পর্যন্ত ১৫০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে মরিয়া কেন্দ্র ও রাজ্য সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং মণিপুর পরিদর্শন করে এসেছেন। তবে ধীরে-ধীরে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিকের পথে বলে দাবি মণিপুর সরকারের।