J&K Chief Minister: আজ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ ওমর আবদুল্লার, আমন্ত্রণ পেলেন মমতাও

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 16, 2024 | 7:28 AM

Jammu Kashmir: ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা হারানো এবং কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হওয়ার পর থেকেই রাষ্ট্রপতির শাসন জারি ছিল। ওমর আবদুল্লাই কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

J&K Chief Minister: আজ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ ওমর আবদুল্লার, আমন্ত্রণ পেলেন মমতাও
ফারুক আবদুল্লার সঙ্গে ওমর আবদুল্লা।
Image Credit source: PTI

Follow Us

শ্রীনগর: স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু-কাশ্মীর। রাষ্ট্রপতি নয়, এবার সরকারের শাসন চলবে উপত্যকায়। বিধানসভা নির্বাচনের পর আজ, বুধবার ১৬ অক্টোবর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ওমর আবদুল্লা। এই নিয়ে দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের তরফে বাকি মন্ত্রীদেরও নাম বাছাই করা হচ্ছে। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে যে জম্মু ও কাশ্মীর বিধানসভার কংগ্রেস পরিষদীয় নেতা হচ্ছেন গুলাম আহমেদ মীর। তিনি এ রাজ্যের প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক।

দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছে এ বার। ৯০টি আসনের মধ্যে ৪২টি জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স, ৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। জোটে সংখ্যাগরিষ্ঠতা পার করায়, তারাই সরকার গড়ছে। আজ, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন।

প্রসঙ্গত, ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা হারানো এবং কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হওয়ার পর থেকেই রাষ্ট্রপতির শাসন জারি ছিল। ওমর আবদুল্লাই কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

জানা গিয়েছে, শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সকাল সাড়ে ১১টায় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার হাতে শপথবাক্য পাঠ করবেন ওমর আবদুল্লা।

ন্যাশনাল কনফারেন্সের তরফে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, এনসিপির শরদ পওয়ার, আরজেডি নেতা লালু প্রসাদ যাদব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ ইন্ডিয়া জোটের প্রমুখ নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানে কারা কারা যাবেন, তা এখনও স্পষ্ট নয়।

Next Article