Omicron Variant Live Update: ভারতে ওমিক্রন আক্রান্ত বেড়ে ৫৭, বিমানবন্দরগুলিতে কার্যকর হচ্ছে কেন্দ্রের কড়া নিয়ম

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 14, 2021 | 10:53 PM

Omicron Variant Live Update: ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ল রাজধানী দিল্লিতে। দেশের একাধিক রাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। যদিও এই ভ্যারিয়েন্টে মারাত্মক কোনও উপসর্গ নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Omicron Variant Live Update: ভারতে ওমিক্রন আক্রান্ত বেড়ে ৫৭, বিমানবন্দরগুলিতে কার্যকর হচ্ছে কেন্দ্রের কড়া নিয়ম
দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্য়া।

Follow Us

ডেল্টার পর এবার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বেড়েছে বিশ্বের একাধিক দেশে। ভারতও তার ব্যতিক্রম নয়। আজ ফের দিল্লিতে আরও ৪ করোনা আক্রান্তের নমুনায় ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। এই নিয়ে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬। মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত আরও ৮ জন। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্য়া বেড়ে হল ৫৭। তবে কলকাতায় এখনও ওমিক্রনের হদিশ মেলেনি। বিদেশ থেকে আসা মোট ২ জনকে নিয়ে আতঙ্ক তৈরি হয়। তার মধ্য়ে একজনের ক্ষেত্রে মিলেছে ডেল্টা প্লাস। অন্যজনের জেনোম সিকোয়েন্সিং-এর রিপোর্ট আসেনি।

ওমিক্রন সংক্রান্ত সব আপডেট জেনে নিন, একনজরে

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 14 Dec 2021 10:53 PM (IST)

    অত্যন্ত দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, সতর্ক করল WHO

    ৭৭ টি দেশে ওমিক্রন ছড়িয়েছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্য যে কোনও স্ট্রেনের তুলনায় দ্রুতগতিতে ওমিক্রন ছড়াচ্ছে বলে জানিয়েছে হু।

  • 14 Dec 2021 07:47 PM (IST)

    মহারাষ্ট্রে আক্রান্ত আরও ৮

    দেশে আবার বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে নতুন করে ৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ১ জন বাসাই বিরারের বাসিন্দা, বাকিরা মুম্বইয়ের বাসিন্দা। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৮। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ৮ জনের সাম্প্রতিকালে বিদেশ যাত্রা করেননি।


  • 14 Dec 2021 07:33 PM (IST)

    শিয়রে ওমিক্রন, এয়ারপোর্টের জন্য আরও কড়া নিয়ম কেন্দ্রের

    যে সব দেশকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে, সেই সব দেশ থেকে এলে বাধ্যতামূলকভাবে আরটি- পিসিআর টেস্ট করানোর কথা আগেই জানিয়েছিল কেন্দ্র। এবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, ওই সব দেশ থেকে এলে করোনা পরীক্ষার জন্য আগে থেকে বুকিং করাতে হবে। দেশের ৬ এয়ারপোর্টের জন্য আপাতত এই নিয়ম প্রযোজ্য। দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও চেন্নাইয়ের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। ১৯ ডিসেম্বর থেকে এই নিয়ম মানতে হবে।

  • 14 Dec 2021 07:21 PM (IST)

    ওমিক্রনে বাড়বে মৃত্যু, আশঙ্কায় WHO

    ওমিক্রনকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট বলে আগেই চিহ্নিত করেছে হু। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এই ভ্য়ারিয়েন্টের জন্য বাড়তে পারে মৃত্যু, হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাও বাড়তে পারে। এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গোটা বিশ্বে এই ভ্য়ারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই অনুমান করা হচ্ছে, মৃতের সংখ্যাও বাড়তে পারে।

  • 14 Dec 2021 02:58 PM (IST)

    বড় স্বস্তি দৈনিক করোনা গ্রাফে! আরও কমল সংক্রমণ, বেড়েছে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা

    গোটা দেশের সার্বিক করোনাগ্রাফে অনেকটাই পরির্বতন লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৪ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ৭ হাজার ৩৫০ জন। যা গতকালের তুলনায় দু’হাজার কম হয়েছে। একদিনে করোনার বলি হয়েছেন ২৫২ জন।

    একদিনে সক্রিয় রোগীর সংখ্যা একটুন বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৩ জন। মোট ৮৮ হাজার ৯৯৩ জন সক্রিয় রোগী রয়েছেন। এদিকে,দেশে ৭ হাজার ৯৯৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৭৬৩ জন করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন।

    বিস্তারিত পড়ুন: Coronavirus: বড় স্বস্তি দৈনিক করোনা গ্রাফে! আরও কমল সংক্রমণ, বেড়েছে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা

     

  • 14 Dec 2021 02:46 PM (IST)

    আক্রান্ত নাইজেরিয়া থেকে ফেরা ব্যক্তির গোটা পরিবার

    নাইজেরিয়া থেকে এক ব্যক্তি ফেরার পর করোনা আক্রান্ত তাঁর গোটা পরিবার। নাইজেরিয়া থেকে দোহা হয়ে চেন্নাইয়ের বাড়িতে ফিরেছেন ৪৭ বছররে এক ব্যক্তি। তাঁদের নমুনা জেনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছে। তাঁদের চেন্নাইয়ের কিং ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। করোনা আক্রান্ত পরিবারের মোট ৭ জন সদস্য।

  • 14 Dec 2021 02:42 PM (IST)

    দিল্লিতে আক্রান্ত আরও ৪

    নতুন করে দিল্লিতে ওমিক্রন আক্রান্ত আরও ৪। এই নিয়ে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬। দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ৬ আক্রান্তের মধ্যে একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে।