কয়লা মামলা: একা দিল্লি গেলে ‘ঝুঁকি’ রয়েছে, ইডি-র তলব এড়ালেন অভিষেক জায়া

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Sep 01, 2021 | 3:38 PM

ইডি দফতরে অভিষেক-জায়া রুজিরার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু বুধবার সেই হাজিরা এড়িয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী।

কয়লা মামলা: একা দিল্লি গেলে ঝুঁকি রয়েছে, ইডি-র তলব এড়ালেন অভিষেক জায়া
আগেই অভিষেক ও তাঁর স্ত্রীকে সমন পাঠায় ইডি

Follow Us

কলকাতা: কয়লা দুর্নীতি মামলায় ১ সেপ্টেম্বর দিল্লির ইডি দফতরে অভিষেক-জায়া রুজিরার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু বুধবার সেই হাজিরা এড়িয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী। অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দেওয়া একটি চিঠিতে রুজিরা লিখেছেন, তিনি দুই ছোট সন্তানের মা। করোনা সংক্রমণের মাঝে শারীরিকভাবে একা একা দিল্লি যাওয়া তাঁকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। সেই কারণে রুজিরার আবেদন, তাঁকে যেন তাঁর কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।

ইডি-কে দেওয়া এই চিঠিতে রুজিরা লিখেছেন, “আমি দুই শিশুর মা এবং অতিমারির সংক্রমণের মাঝে শারীরিকভাবে একা দিল্লি যাত্রা আমায় ও আমার সন্তানদের ঝুঁকির মধ্যে ফেলতে পারে। যেহেতু আপনাদের সংস্থার দফতর কলকাতায় রয়েছে, তাই আমার জন্য খুব সুবিধাজনক হয় যদি আপনারা আমার বাড়িতে এসেই আমায় জিজ্ঞাসাবাদ করেন।” একই সঙ্গে ওই চিঠিতে রুজিরা আরও মনে করিয়ে দিয়েছেন, যেই মামলায় ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে, সেই মামলাটিও এ রাজ্যেরই। রুজিরার এই চিঠি পাওয়ার পর ইডি-র কোনও আধিকারিক অবশ্য মুখ খোলেননি।

উল্লেখ্য, কয়লাকাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরার পাশাপাশি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৬ সেপ্টেম্বর ডেকে পাঠিয়েছে ইডি। এর পাশাপাশি তিন আইপিএস অফিসারকেও তলব করা হয়েছে বলে খবর।

এর আগে কয়লাকাণ্ডে খোদ অভিষেকের বাসভবনে গিয়ে তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই-এর গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদ করার আগের মুহূর্তে তাঁর অভিষেক-জায়ার সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। নারদকাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেফতারির পর আবার নিজাম প্যালেসে তিনি ধরনা দেন বলেও অভিযোগ। ফলে উভয় ক্ষেত্রেই সিবিআই মনে করছে, প্রভাবশালী হিসেবে মুখ্যমন্ত্রী নিজের প্রভাব খাটাচ্ছেন। ঠিক এই কারণেই অভিষেক ও তাঁর স্ত্রী-কে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অনেকের মতে, নারদকাণ্ডে তৃণমূলের দুই মন্ত্রী ও দুই প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারের পর যে ধরনের বিক্ষোভ নিজাম প্যালেসের বাইরের এলাকা জুড়ে চলেছিল, তারপর আর কোনও মামলায় এ রাজ্যের শাসক শিবিরের নেতা-মন্ত্রীকে কলকাতায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে না কোনও তদন্তকারী সংস্থা।

অন্যদিকে, কয়লা মামলায় অভিষেক ও রুজিরা বাদেও কয়লাকাণ্ডে অভিযুক্ত তিন আইপিএসকে তলব করা হয়েছে। সূত্র জানাচ্ছে, আগামী ৮, ৯ এবং ১০ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে আইপিএস সেলভা মুরুগান, জ্ঞানবন্ত সিং ও শ্যাম সিংহকে। জুলাইয়ের শেষ আর অগস্ট মাসের শুরুতে মোট আইপিএসকে ডেকেছিল ইডি। কিন্তু ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে সেই সময়ে হাজির হননি এই তিন আইপিএস। তাই আবার নোটিস পাঠানো হল তাঁদের। ইডি সূত্রে খবর, পরিবারের অ্যাকাউন্ট তথ্যও নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে তিন আইপিএসকে। অন্যদিকে, আগামী ৩ সেপ্টেম্বর অভিষেক ঘনিষ্ঠ এক আইনজীবীকেও নোটিস পাঠিয়ে ডাকা হয়েছে বলে খবর। আরও পড়ুন: ৪০০ কোটির প্রকল্প, কয়েক’শ কর্মসংস্থানের সুযোগ, দুর্গাপুরে কারখানার শিলান্যাস করলেন মমতা

 

Next Article