PM Narendra Modi: ৭৪-এ পা প্রধানমন্ত্রীর, ধোঁয়া দিয়ে ক্যানভাসে নমোর অনবদ্য ছবি ফুটিয়ে তুললেন শিল্পী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 17, 2023 | 11:31 AM

PM Modi's Birthday: তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭৩তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ওনার একটি স্মোক পোট্রেট বানিয়েছি। ওই ছবিতে স্থান পেয়েছে কোনার্কের চাকাও, যা ওড়িশার ঐতিহ্য় ও সংস্কৃতিকে তুলে ধরে। জি-২০ নৈশভোজেও প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রনেতাদের যখন স্বাগত জানাচ্ছিলেন, তখন পিছনে এই কোনার্কের চাকার ছবি ছিল। এটা আমাদের কাছে গর্বের বিষয়।"

PM Narendra Modi: ৭৪-এ পা প্রধানমন্ত্রীর, ধোঁয়া দিয়ে ক্যানভাসে নমোর অনবদ্য ছবি ফুটিয়ে তুললেন শিল্পী
ক্যানভাসে প্রধানমন্ত্রী মোদীর ছবি।
Image Credit source: ANI

Follow Us

ভুবনেশ্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) জন্মদিন আজ। ৭৪ বছরে পা দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর জন্মদিনে বিশেষ উপহার দিলেন কটকের স্মোক আর্টিস্ট দীপক বিশ্বল। প্রধানমন্ত্রীর জন্মদিনে তিনি ক্যানভাসে কালো ধোঁয়া দিয়ে ফুটিয়ে তুললেন মোদীর ছবি। ওই ছবিতে জায়গা পেয়েছে ওড়িশার (Odisha) বিখ্যাত কোনার্কের  সূর্য মন্দিরের চাকাও।

সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনেও রাষ্ট্রনেতাদের স্বাগত জানানোর জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানেও দেখা গিয়েছিল কোনার্ক মন্দিরের এই চাকা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানাতেও সেই কোনার্ক মন্দিরকে পিছনে রেখেই প্রধানমন্ত্রীর ছবি ফুটিয়ে তুললেন শিল্পী দীপক বিশ্বল।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭৩তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ওনার একটি স্মোক পোট্রেট বানিয়েছি। ওই ছবিতে স্থান পেয়েছে কোনার্কের চাকাও, যা ওড়িশার ঐতিহ্য় ও সংস্কৃতিকে তুলে ধরে। জি-২০ নৈশভোজেও প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রনেতাদের যখন স্বাগত জানাচ্ছিলেন, তখন পিছনে এই কোনার্কের চাকার ছবি ছিল। এটা আমাদের কাছে গর্বের বিষয়।”

শিল্পী জানান, মোমবাতির ধোঁয়া ও সূচ দিয়ে ক্যানভাসে ছবিটি ফুটিয়ে তুলেছেন।

 

Next Article