Car Parking: নিজস্ব পার্কিং থাকলে তবেই কেনা যাবে গাড়ি, আসছে নতুন নিয়ম

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 15, 2025 | 8:04 AM

Car Buying Rules: মন্ত্রী বলেন, "শহর ও শহরতলিতে যানজটের সমস্যা বেড়েই চলেছে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায়। এক বেডরুমের ফ্ল্যাটে থাকা মানুষও ঋণ নিয়ে এক বা একাধিক গাড়ি কিনছেন এবং পার্কিং স্পেস না থাকায়, গাড়ি রাস্তাতেই পার্ক করছেন। এতে আরও সমস্যা বাড়ছে। জরুরি মুহূর্তে অ্যাম্বুল্যান্স, দমকল ঢুকতে পারে না।"

Car Parking: নিজস্ব পার্কিং থাকলে তবেই কেনা যাবে গাড়ি, আসছে নতুন নিয়ম
প্রতীকী চিত্র।
Image Credit source: Pixabay

Follow Us

মুম্বই: ইচ্ছে হলেই আর কেনা যাবে না গাড়ি। স্বপ্নপূরণে বাধা হবে সরকারি নিয়ম-কানুন। কী সেই নিয়ম? পার্কিং স্পেস বা গাড়ি রাখার জায়গা থাকলে তবেই কেনা যাবে গাড়ি। ব্যাপক যানজট ও পার্কিংয়ের সমস্যা মেটাতেই এই নিয়মের চিন্তাভাবনা।

গাড়ি কেনার ক্ষেত্রে এই শর্ত আরোপের পরিকল্পনা করছে মহারাষ্ট্র সরকার। মঙ্গলবারই রাজ্যের পরিবহন মন্ত্রী প্রতাপ সরনায়ক জানান, গাড়ি কেনার আগে সেই গাড়ি রাখার জায়গা রয়েছে, তা দেখাতে হবে ক্রেতাদের। এমনটাই নিয়ম আনার চিন্তাভাবনা করা হচ্ছে।

কেন এমন নিয়ম? এর ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, “শহর ও শহরতলিতে যানজটের সমস্যা বেড়েই চলেছে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায়। এক বেডরুমের ফ্ল্যাটে থাকা মানুষও ঋণ নিয়ে এক বা একাধিক গাড়ি কিনছেন এবং পার্কিং স্পেস না থাকায়, গাড়ি রাস্তাতেই পার্ক করছেন। এতে আরও সমস্যা বাড়ছে। জরুরি মুহূর্তে অ্যাম্বুল্যান্স, দমকল ঢুকতে পারে না।”

তবে কি মধ্য়বিত্ত বা নিম্নবিত্তদের গাড়ি কেনার অধিকার নেই? ভেদাভেদ করা হচ্ছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা বলছি না যে গরিব-মধ্যবিত্তদের গাড়ি কেনা উচিত নয়। কিন্তু গাড়ি রাখার ব্যবস্থাও করতে হবে। পার্কিং স্পেস থাকলে গাড়ি কিনুন। অনেকে এই সিদ্ধান্তের প্রশংসা করবেন, অনেকে আবার নিন্দা করবেন। কিন্তু যানজট নিয়ন্ত্রণ করতে সরকারকে পদক্ষেপ করতেই হবে।”

মন্ত্রী জানান, এই নীতি নিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ও উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে আলোচনা করা হবে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

যানজট কমাতে তিনি গণপরিবহনের উন্নতির বিষয়টিও তুলে ধরেন। জানান, মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের স্বপ্নের প্রকল্প হল ‘কেবল ট্যাক্সি সিস্টেম’, যার প্রশংসা খোদ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়করী করেছেন।

Next Article