নয়া দিল্লি: মাটি খুঁড়ছিলেন। নর্দমা খননের জন্য। তারপরই বিপত্তি। হঠাৎ করে মাটির নিচে চাপা পড়ে যান তিন শ্রমিক। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দু’জন গুরুতর অসুস্থ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লির শকুর বস্তি এলাকায়। সেখানে নর্দমার পাইপ লাইন খননের কাজে নেমেছিলেন তিনজন শ্রমিক। কাজের জন্য মাটিও খুঁড়ে চলেছিলেন তাঁরা। তখন আচমকাই ওই মাটির তলায় পাইপ লাইনের ভিতর আটকে পড়ে যান তিন শ্রমিক।
বিষয়টি জানাজানি হতেই দ্রুত তাঁদের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করে পুলিশ। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অপর আরও দু’জন শ্রমিক গুরুতর অসুস্থ। এই ঘটনায় কনট্রাক্টরের বিরুদ্ধে অভিযুক্ত দায়ের হয়েছে থানায়।