VIDEO: এভাবে অনলাইনে ধূপ দিয়ে ঠাকুর পুজো করবেন নাকি!
Watch Video: মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়। তেমনই এক ভিডিয়ো নিয়ে চলছে চর্চা। এ বার পুজোও হচ্ছে ডিজিটাল! শুনে অবাক লাগছে? ভিডিয়োটা দেখলে হয়তো অবাক হবেন না।

কতই রঙ্গ দেখি দুনিয়ায়… ইন্টারনেটের জালে নানা রঙ্গ সত্যিই দেখা যায়। আর তাতেই একে একে জড়িয়ে যাচ্ছে আট থেকে আশি। এই অন্তর্জাল দুনিয়া অনেকের কাছে বেশ উপভোগ্য। অনেকের কাছে আবার বেশ সমস্যার। নেটদুনিয়ায় আজকাল কিছু পাওয়া যায় না, তেমনটা নয়। আবার সব সাধারণ জিনিসের পাশাপাশি অবাক করার মতো জিনিসও মেলে সেখানে। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়। তেমনই এক ভিডিয়ো নিয়ে চলছে চর্চা। এ বার পুজোও হচ্ছে ডিজিটাল! শুনে অবাক লাগছে? ভিডিয়োটা দেখলে হয়তো অবাক হবেন না।
ক্রিয়েটিভিটি অ্যাট ইট বেস্ট… এ কথা বলাই যায় ওই ভিডিয়োটি দেখে। এ বার আসা যাক ভিডিয়োটির বর্ণনায়। ২২ সেকেন্ডের এক ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি মোবাইলের স্ক্রিন। সেখানে প্রথমেই দেখা যাচ্ছে একটি ধূপদানিতে বেশ কয়েকটি ধূপকাঠি রাখা রয়েছে। এরপর একের পর এক ঠাকুরের ছবি আসতে থাকে সেই মোবাইলের স্ক্রিনে। আর ভিডিয়োটি দেখে মনে হতে থাকে পরপর এক এক ঠাকুরকে ধূপ দেখানো হচ্ছে। শিব ঠাকুর, রাধা-কৃষ্ণ, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, গনেশ ঠাকুরকে এক এক করে ডিজিটাল মাধ্যম থেকে ধূপ দেখানো হচ্ছে। ওই ভিডিয়োর মধ্যে লেখা, ‘ভাই ডিজিটাল পুজো করছে।’
উল্লেখ্য, ওই ভিডিয়ো থেকে পরিষ্কার, যিনি সেটি বানিয়েছেন, তিনি বেশ সৃজনশীল ব্যক্তি। মাথা খাটিয়ে এমন এক ভিডিয়ো বানিয়েছেন তিনি, যা নজর কেড়েছে অনেকের। এর আগে নেটদুনিয়ায় অতীতে দেখা গিয়েছে, ভাই-বোন বা দাদা-বোন ভাইফোঁটা সামনাসামনি দিতে না পারার ফলে অনলাইনে অর্থাৎ ভিডিয়ো কলে তা দিয়েছেন। এমন দৃশ্য কার্যতই বেশ মিষ্টি। তবে ভার্চুয়ালি পুজো, আবার তাতে ধূপও দেখাচ্ছেন কেউ এ দৃশ্য খুব একটা চেনা নয়। যাঁরা ইচ্ছে থাকলেও মন্দিরে যেতে পারছেন না, তাঁরা এ বার ভার্চুয়ালি এই ভাবে পুজো করবেন কি? ভাবতে পারেন।
এক ঝলকে নিম্নে দেখে নিন সেই ভিডিয়োটি —
India day by day 😰🔥 pic.twitter.com/uo4IyUotpF
— Faizan! 🎮 (@Captainknows2) March 6, 2025





