Pet Dog: বাড়িতে কুকুর পুষতে অনুমতি নিতে হবে প্রতিবেশীদের, আজব নিয়ম এই শহরে!

বাড়িতে কুকুর পোষার জন্য প্রতিবেশীর থেকে এনওসি-তে নিতে হবে পোষ্য রাখতে আগ্রহীকে। পাশাপাশি তা পুরনিগমকে জানাতেও হবে।

Pet Dog: বাড়িতে কুকুর পুষতে অনুমতি নিতে হবে প্রতিবেশীদের, আজব নিয়ম এই শহরে!
প্রতীকী ছবি

| Edited By: অংশুমান গোস্বামী

Jul 30, 2023 | 2:30 AM

দেহরাদূন: বাড়িতে কুকুর না পুষলে অনেকেরই মন টেকে না। কিন্তু এই পোষ্য নিয়ে প্রতিবেশী বা আশপাশের লোকেদের সঙ্গে মনোমালিন্যের ঘটনা সম্প্রতিকালে বেশ কিছু সামনে এসেছে। এ নিয়ে এমন ঘটনাও ঘটেছে যা মিটমাট করতে আসরে নামতে হয়েছে স্থানীয় প্রশাসনকেও। এই সব ‘ঝামেলা’ এড়াতে অদ্ভুত উদ্যোগ নিল উত্তরাখণ্ডের এক শহর। উত্তরাখণ্ডের রুদ্রপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন (আরএমসি) একটি নিয়ম চালু করেছে। সেই নিয়ম অনুযায়ী, কেউ বাড়িতে কুকুর পুষতে চাইলে প্রতিবেশীদের থেকে অনাপত্তিপত্র (নো অবজেশন সার্টিফিটেক বা এনওসি) নিতে হবে।

পোষ্যের পালকরা আরও দায়িত্বশীল হবে এই আশা করেন রুদ্রপুর পুরনিগম কর্তৃপক্ষ। উধম সিং নগর জেলার এই শহরের পুর কর্তৃপক্ষ রেগুলেশন ডগ ওনারশিপ, উইথ দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য ডগস লাইসেন্স ফি অ্যাক্ট, ২০২২-এর অধীনে এই নিয়ম
চালু করা হল। এর অধীনে বাড়িতে কুকুর পোষার জন্য প্রতিবেশীর থেকে এনওসি-তে নিতে হবে পোষ্য রাখতে আগ্রহীকে। পাশাপাশি তা পুরনিগমকে জানাতেও হবে।

কিন্তু জানা গিয়েছে, ওই শহরে থাকা চার হাজার পোষ্য কুকুরের মধ্যে মাত্র ৩৭টি পোষ্য কুকুরের রেজিস্ট্রেশন রয়েছে পুরনিগমে। এ থেকেই বোঝা যাচ্ছে, পোষ্যের নথিভুক্তিকরণে রুদ্রপুরবাসীদের অনীহা। কিন্তু এই নিয়মকে বাধ্যতামূলক করতে চায় পুরকর্তৃপক্ষ। কিন্তু বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।