
নয়া দিল্লি: উত্তর-পূর্বের ভোল বদলে ফেলতে চলেছে কেন্দ্র। উত্তর-পূর্ব ভারতে রেলওয়ে নেটওয়ার্ক আরও উন্নত করতে অতিরিক্ত আরও ৬টি গতি শক্তি কার্গো টার্মিনাল গঠনের ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা জানান যে বর্তমানে উত্তর-পূর্ব ভারতে একটি বন্দে ভারত ট্রেন চালু রয়েছে। শীঘ্রই আরও একটি বন্দে ভারত চালু করা হবে। গুয়াহাটি ও আগরতলাকে জুড়বে এই ট্রেন।
শুধু বন্দে ভারতই নয়, পাশাপাশি দুটি অমৃত ভারত ট্রেন চালুর অনুমোদন দেওয়ার ঘোষণাও করেন রেলমন্ত্রী। এই ট্রেন দুটি যথাক্রমে গুয়াহাটি থেকে দিল্লি এবং গুয়াহাটি থেকে চেন্নাই পর্যন্ত চলবে। চলতি বছরেই এই ট্রেন চালু হবে। পাশাপাশি লুমডিংয়ে রেলওয়ে ইঞ্জিনের রি-ম্যানুফাকচারিং ফেসিলিটি তৈরির ঘোষণাও করেন তিনি।