
নয়া দিল্লি: নববর্ষের আগেই বিরাট অভিযান। রাজধানীতে ২৪ ঘণ্টাতেই গ্রেফতার করা হল ৬৬০ জনকে। উদ্ধার হল লাখ লাখ টাকা, মাদক থেকে শুরু করে অস্ত্র-শস্ত্র। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন আঘাত ৩.০ (Operation Aaghat 3.0)।
নববর্ষের উদযাপনের আনন্দে মেতে সবাই। বর্ষ শেষের আগেই দেশজুড়ে নিরাপত্তায় আরও কড়াকড়ি করা হয়েছে। দিল্লি জুড়েও নজরদারি চলছে। অপারেশন আঘাত ৩.০ নামে বিরাট অভিযান চলছে। শুধু দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিল্লিতেই গ্রেফতার করা হয়েছে ৬৬০ জনকে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অস্ত্র আইন, আবগারি আইন, জুয়া আইন সহ একাধিক আইনে অভিযুক্তদের আটক ও গ্রেফতার করা হয়েছে।
Operation Aaghat 3.0 | Key Outcomes from the South-East District-
285 accused arrested under the Excise Act, NDPS Act & Gambling Act. 504 persons apprehended under preventive action. 116 Bad Characters (BCs) apprehended. 10 property offenders and five auto-lifters arrested.… pic.twitter.com/XVTHulCBPC— ANI (@ANI) December 27, 2025
দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার এসকে জৈন জানিয়েছেন, ২৮০০-রও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটক করা হয়েছে ৮৫০ জনকে। নববর্ষ উদযাপন যাতে অপরাধ মুক্ত হয়, তার জন্যই এই অভিযান চালানো হয়েছে। মূলত মাদক পাচারকারী, জুয়ারি এবং যারা নিয়মিত অপরাধ জগতের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এই অভিযান দারুণ সফল বলেই উল্লেখ করা হয়েছে।
পুলিশ অস্ত্র আইনে মোট ৬৬টি মামলা দায়ের করেছে এবং ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ২৪টি দেশি পিস্তল ও ৪৪টি ছুরি। ২২ হাজার ৫০০ কোয়ার্টার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ কেজি গাঁজা। প্রকাশ্যে মদ্যপানের অভিযোগে ৩৫০-রও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।
একইসঙ্গে গাড়ি চুরির নেটওয়ার্কের বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছে। ২৩১টি বাইক ও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। জুয়া বিরোধী আইনে ৩০টি মামলা দায়ের হয়েছে। ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে ২.৩ লক্ষ টাকা। ৩৫০টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে।