
শ্রীনগর: উপত্যকায় চলছে জঙ্গি দমন অভিযান। অপারেশন মহাদেবে নিকেশ করা হয়েছে পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের। এবার ‘অপারেশন আখাল’-এ নিকেশ করা হল দুই জঙ্গিকে। তিনদিন ধরে চলা এই অভিযানে এক জওয়ান আহত হয়েছেন।
জম্মু-কাশ্মীর জুড়ে চলছে অপারেশন আখাল। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার জঙ্গলে গতকাল সারা রাত ধরে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। আজ, রবিবার সেই অভিযান তৃতীয়দিনে পড়ল। এখনও অভিযান জারি রয়েছে। জঙ্গিদের খোঁজে চিরুণি তল্লাশি চালাচ্ছে পুলিশ, সেনা ও সিআরপিএফ।
শুক্রবারই গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অপারেশন অখাল শুরু করা হয়েছিল। কুলগামের অখাল জঙ্গল সম্পূর্ণ ঘিরে ফেলা হয়। জঙ্গিরাই প্রথমে নিরাপত্তারক্ষী বাহিনীর উপরে গুলি চালায়। শুক্রবার রাতে গুলির লড়াই কিছুক্ষণের জন্য থেমে গেলেও, শনিবার থেকে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
শনিবার যৌথ বাহিনীর অভিযানে তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আজ আরও দুই জঙ্গিকে নিকেশ করায়, মোট নিহত জঙ্গির সংখ্যা ৫-এ পৌঁছল। নিকেশ হওয়া জঙ্গিরা দ্য রেজিস্টেন্স ফ্রন্টের সদস্য বলেই জানা গিয়েছে, যারা পহেলগাঁও জঙ্গি হামলার নেপথ্যে ছিল।