
নয়া দিল্লি: নতুন অভিযানে ভারত সরকার। এবার শুরু হল ‘অপারেশন সিন্ধু’। মধ্য প্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইরান-ইজরায়েলের সংঘাতের জেরে, তার মাঝেই এই অভিযান। ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনা হল দেশে। প্রথম দফায় ১১০ জন ভারতীয় পড়ুয়া ফিরল দিল্লিতে।
ইরান-ইজরায়েলের সংঘাতের পরই সেখানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ বেড়েছিল। ভারত সরকারও হাত গুটিয়ে থাকেনি। ভারতীয়দের উদ্ধার করে আনার যথাসাধ্য চেষ্টা করছিল, কিন্তু ইরানের আকাশপথ বন্ধ থাকায় তা সম্ভব হচ্ছিল না। পরে ইরান সরকার সীমান্ত দিয়ে উদ্ধারকাজে সম্মতি দিতেই শুরু হল অপারেশন সিন্ধু।
গতকাল, বুধবারই ইরান থেকে আর্মেনিয়া হয়ে দোহায় নিয়ে আসা হয় ১১০ জন ভারতীয়কে। এরপরে সেখান থেকে বিমানে এ দিন ভোরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছন তারা।
#WATCH | Flight carrying 110 Indian Nationals evacuated from Iran, lands in Delhi.
Ghazal, a student evacuated from Iran, says, “We are all very happy that we returned home and the Indian Embassy evacuated us properly. We are very thankful to them… The situation in Urmia,… pic.twitter.com/vGA8txEWa2
— ANI (@ANI) June 19, 2025
জানা গিয়েছে, উদ্ধার করে আনা ১১০ জন ভারতীয়ের মধ্যে ৯০ জনই জম্মু-কাশ্মীরের। এই ১১০ জনই ইরানের উরমিয়া মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পড়ছিলেন। ৯০ জন কাশ্মীরী পড়ুয়াকে শ্রীনগর পর্যন্ত যাওয়ার ফ্লাইটে যাওয়ার নিখরচায় ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার।
সূত্রের খবর, ইরানে প্রায় ১৩ হাজারেরও বেশি ভারতীয় পডুয়া রয়েছে। অধিকাংশই মেডিক্যাল পড়তে যায়। এর মধ্যে অধিকাংশ পড়ুয়া আবার জম্মু-কাশ্মীরের। ইরান-ইজরায়েলের সংঘাত শুরু হওয়ার পরই কাশ্মীরে বিক্ষোভ মিছিলও বেরিয়েছিল সেই কারণে। ভারতীয় পড়ুয়াদের ধাপে ধাপে উদ্ধার করে আনার কাজ শুরু করতেই জম্মু-কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানানো হয়েছে।
ইরানে ভারতীয় পড়ুয়া ছাড়াও একাধিক পুণ্যার্থীও আটকে রয়েছেন। তাদেরও ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই তেহরানে ইমার্জেন্সি হেল্পলাইন চালু করা হয়েছে। ইরানে আটকে থাকা ভারতীয়দের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।