Operation Sindhu: দেশের নাগরিককে দেশে ফেরাতে জারি অপারেশন সিন্ধু! এখনও অবধি ফিরলেন কজন?

Operation Sindhu: ইজরায়েল থেকে ৫৯৪ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভারতীয় বায়ুসেনার C-17 ভারী পরিবহণকারী বিমান ব্যবহার করে এদের মধ্যে ৪০০ জনের বেশি মানুষকে জর্ডান ও মিশরের স্থলপথ দিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে বিমানযোগে ভারতে ফিরিয়ে আনা হয়।

Operation Sindhu: দেশের নাগরিককে দেশে ফেরাতে জারি অপারেশন সিন্ধু! এখনও অবধি ফিরলেন কজন?
ইজরায়েল থেকে ফিরে আসা ভারতীয় নাগরিকদের স্বাগত জানাচ্ছেন প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে। Image Credit source: PTI

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Jun 25, 2025 | 4:23 PM

মঙ্গলবার ভারত ইরান ও ইজরায়েল থেকে ১,১০০-র বেশি ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে। দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে ‘অপারেশন সিন্ধু’ শুরু করে ভারত। যার অধীনে মোট এখনও অবধি মোট ৩,১৭০ জন ভারতীয়কে উদ্ধার করল সরকার।

ইজরায়েল থেকে ৫৯৪ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভারতীয় বায়ুসেনার C-17 ভারী পরিবহণকারী বিমান ব্যবহার করে এদের মধ্যে ৪০০ জনের বেশি মানুষকে জর্ডান ও মিশরের স্থলপথ দিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে বিমানযোগে ভারতে ফিরিয়ে আনা হয়।

১৬১ জন ভারতীয় প্রথমে স্থলপথে ইজরায়েল থেকে জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছান। সেখান থেকে একটি চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে দিল্লি নিয়ে আসা হয় তাঁদের। বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা।

ইজরায়েল থেকে জর্ডানে যাওয়া আরও ১৬৫ জন ভারতীয়কে ভারতীয় বায়ুসেনার C-17 বিমানে দিল্লি ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অভ্যর্থনা করেন প্রতিমন্ত্রী এল মুরুগান।

এছাড়াও, ইজরায়েল থেকে মিশরে যাওয়া ২৬৮ জন ভারতীয়কে শারম-এল-শেখ শহর থেকে C-17 বিমানে তুলে দিল্লি আনা হয়েছে সকাল ১১টায়।

অন্যদিকে, ইরান থেকে মঙ্গলবার দুটি চার্টার্ড ফ্লাইটে মোট ৫৭৩ জন ভারতীয়, তিনজন শ্রীলঙ্কান ও দু’জন নেপালি নাগরিককে ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রক (MEA)।

এই নতুন ব্যাচের পর ইরান থেকে এখন পর্যন্ত ২,৫৭৬ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সোমবার রাতে মাশহাদ শহর থেকে একটি বিশেষ ফ্লাইটে ২৯০ জন ভারতীয় এবং একজন শ্রীলঙ্কান নাগরিক দিল্লিতে নিয়ে আসা হয়েছে।

এরপর মঙ্গলবার বিকেল ৩টায় মাশহাদ থেকে আরেকটি বিশেষ ফ্লাইটে ২৮১ জন ভারতীয়, তিনজন শ্রীলঙ্কান এবং দু’জন নেপালি নাগরিক দিল্লি ফিরিয়ে আনা হয়।

জয়সওয়াল বলেন, “#OperationSindhu-র আওতায় এখন পর্যন্ত ইরান থেকে ২৫৭৬ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।”

প্রসঙ্গত, রবিবার সকালে আমেরিকা ইরানি পারমাণবিক ঘাঁটিতে হামলা চালানোর পরে আরও বেড়েছে উত্তেজনা।

ভারতও বুধবার থেকে মাশহাদ (ইরান), ইয়েরেভান (আর্মেনিয়া) ও আশগাবাত (তুর্কমেনিস্তান) থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে নাগরিকদের ফিরিয়ে আনা শুরু করে। শুক্রবার ইরান তাদের আকাশপথে নিষেধাজ্ঞা তুলে নেয়, যাতে তিনটি বিশেষ ফ্লাইট চালানো সম্ভব হয়।

প্রথম ফ্লাইটটি শুক্রবার রাতেই ২৯০ জন ভারতীয়কে নিয়ে দিল্লিতে নামে। দ্বিতীয়টি শনিবার দুপুরে পৌঁছায় ৩১০ জনকে নিয়ে।

ইয়েরেভান (আর্মেনিয়া) থেকে একটি ফ্লাইট বৃহস্পতিবার আসে এবং আশগাবাত থেকে একটি বিশেষ ফ্লাইট শনিবার ভোরে দিল্লিতে পৌঁছায়।