
নয়া দিল্লি: পহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা, বেছে বেছে হিন্দুদের নিধন করেছিল। চোখের সামনে যখন স্বামীদের হত্য়া করছিল, তখন জঙ্গিরা এক সদ্য স্বামীহারা বিধবা মহিলাকে বলেছিল, “যাও মোদীকে গিয়ে বলো”। সিঁদুর মুছেছিল জঙ্গিরা, তাই সিঁদুরের বদলা নিতে প্রত্যাঘাত অভিযানের নাম দেওয়া হয়েছে “অপারেশন সিঁদুর”। বেছে বেছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। ধ্বংস করেছে জঙ্গি ঘাঁটি, নিহত কমপক্ষে ৭০ জঙ্গি।
২২ এপ্রিল বৈসরনের উপত্যকায় বেছে বেছে হিন্দু পর্যটকদেরই মেরেছিল জঙ্গিরা। স্ত্রী-পরিবারের চোখের সামনেই হত্যা করা হয়েছিল পুরুষদের। সন্তোষ জাগদলেকে যখন জঙ্গিরা গুলি করছিল, তখন তার স্ত্রীও বলেছিলেন, “আমাকেও মেরে ফেল”। কিন্তু জঙ্গিরা বলেছিল, তাঁকে বাঁচিয়ে রাখা হচ্ছে প্রধানমন্ত্রী মোদীকে বার্তা দেওয়ার জন্য।
আজ যখন প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে ভারতের তিন বাহিনী একযোগে সিঁদুরের বদলা নিল, সেই খবর শুনে প্রগতি জাগদলে (সন্তোষ জাগদলের বিধবা স্ত্রী) বললেন, “যেভাবে জঙ্গিরা সিঁদুর মুছেছিল, তার যোগ্য জবাব দেওয়া হল। অভিযানের নাম শুনেই আমার চোখে জল চলে এসেছিল। সরকারকে অনেক ধন্যবাদ। মোদীজি পাকিস্তানকে দেখিয়ে দিল যে আমরা চুপ করে বসব না। অপারেশন সিঁদুর দিয়েই প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদকে শেষ করবে।”
Pune | On #OperationSindoor, Pragati Jagdale, wife of Santosh Jagdale who was killed in Pahalgam terror attack, says, “It’s a befitting reply after the way those terrorists erased the vermilion of our daughters…On hearing the name of this operation, I got tears in my eyes. I… pic.twitter.com/F9AcqHWANk
— ANI (@ANI) May 7, 2025
পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী আশনা দ্বিবেদী বলেন, “আমার স্বামীর হত্যার বদলা নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। প্রতিশোধের এটা তো শুরু। আমি জানি, মোদীজি জঙ্গিদের নির্মূল না করা পর্যন্ত থামবেন না। আমাদের এই বিশ্বাস দিয়েছেন যে সমস্ত জঙ্গিঘাঁটি ধ্বংস করা হবে। অপারেশন সিঁদুর নাম দিয়ে উনি বুঝিয়েছেন যে আমাদের প্রতিশোধ নিচ্ছেন তিনি।”
VIDEO | Kanpur, Uttar Pradesh: Here’s what Ashanya Dwivedi, wife of Shubham Dwivedi, who was shot dead in the Pahalgam terror attack, says on #OperationSindoor:
“This is the beginning of revenge. I know that Modiji won’t stop till he wipes them (terrorists) off completely. He… pic.twitter.com/NIpGcNBDFg
— Press Trust of India (@PTI_News) May 7, 2025
#WATCH | Pune | Pragati Jagdale, wife of Santosh Jagdale, who was killed in the Pahalgam terror attack, says, “Modi ji has shown Pakistan that we will not sit quietly. I feel, with #OperationSindoor, PM Modi will end terrorism.” pic.twitter.com/CVcVBwNZdX
— ANI (@ANI) May 7, 2025
কৌস্তভ গানবটের স্ত্রী সঙ্গীতা গানবটেও সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সঠিক মিলিটারি অ্যাকশন করা হয়েছে। আর এই অভিযানের নাম অপারেশন সিঁদুর দিয়ে ওঁরা মহিলাদের সম্মান জানিয়েছেন। আমি এখনও মাঝেমধ্য়ে কাঁদি। আমরা অপেক্ষা করছিলাম কবে প্রধানমন্ত্রী জঙ্গিদের যোগ্য জবাব দেবেন।”