Opposition Alliance: আজ বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক, যোগ দিচ্ছেন শরদ পাওয়ারও

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Jul 18, 2023 | 1:55 PM

Opposition Alliance: ঘরোয়া-কোন্দলে জর্জরিত এনসিপি প্রধান শরদ পাওয়ারের এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল না। দূর থেকেই পাশে থাকার বার্তা দিয়েছিলেন। কিন্তু, শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদলেছেন।

Opposition Alliance: আজ বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক, যোগ দিচ্ছেন শরদ পাওয়ারও
বেঙ্গালুরুতে মেগা বৈঠকে বিরোধী শিবির।
Image Credit source: টিভি৯ বাংলা

Follow Us

বেঙ্গালুরু: আর কিছুক্ষণের মধ্যেই বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে বিরোধীদের মেগা বৈঠক (Opposition meeting)। বিরোধী-জোট গড়ার লক্ষ্যে এবারের বৈঠকে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)-ই প্রধান ভূমিকা নিতে পারেন বলে সূত্রের খবর। সোমবার নৈশভোজেই এদিনের বৈঠকের একপ্রস্থ রূপরেখা তৈরি করে নিয়েছেন সনিয়া-মমতা সহ বিরোধীরা। ঘরোয়া-কোন্দলে জর্জরিত এনসিপি প্রধান শরদ পাওয়ারের এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল না। দূর থেকেই পাশে থাকার বার্তা দিয়েছিলেন। কিন্তু, শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদলেছেন এবং এদিন সকালেই বেঙ্গালুরুতে পৌঁছেছেন অশীতিপর এই রাজনীতিক।

  1. আগামী দিনে জোট কীভাবে কাজ করবে, কর্মসূচি কী কী হবে, সেই কর্মসূচি কীভাবে বাস্তবায়িত হবে তা চূড়ান্ত করাই এদিনের বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়াও জোটের সুনির্দিষ্ট নামকরনের প্রস্তাব, অধ্যক্ষ পদে নেতা নির্বাচনের প্রস্তাব এবং জোটের কর্মপদ্ধতির নিয়মাবলী চূড়ান্ত করা নিয়েও আলোচনা হবে এদিনের বৈঠকে।
  2. এদিনের বৈঠকে একাধিক সাব কমিটি গঠনের প্রস্তাবের উপর আলোচনা হবে বলে সূত্রের খবর। বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা ও পারস্পরিক বোঝাপড়া আদৌ সম্ভব কিনা তা খতিয়ে দেখার জন্য সাবকমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া অভিন্ন ন্যূনতম কর্মসূচির খসড়া প্রস্তুত করা, কোন কোন ইস্যু হাতিয়ার করে আগামী দিনে লড়াই হবে তা চিহ্নিত করাই হবে লক্ষ্য। দেশের বিভিন্ন প্রান্তে বড় জনসভার পরিকল্পনা এবং তার বাস্তবায়নের জন্য সাব কমিটি গঠন প্রয়োজন বলে মনে করছেন বিরোধীদের অনেকেই।
  3. এদিন বেঙ্গালুরুর বৈঠকে মোট ২৬টি অবিজেপি দল যোগ দেবে বলে আশা করা হচ্ছে। বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ এনেছে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ।
  4. এদিনের বৈঠকে কংগ্রেস নেতৃত্বাধীন অবিজেপি জোট ইউপিএ-র নাম বদল হতে পারে বলেও সূত্রের খবর। এনসিপি প্রধান শরদ পাওয়ার এদিনের বৈঠকে যেতে পারবেন বলে জানিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদলান এবং এদিন সকালেই বেঙ্গালুরুতে পৌঁছেছেন তিনি।
  5. এদিনের বৈঠকের কনভেনার হবেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার। আজ সকাল ১১টায় বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধীদের মেগা বৈঠক। সেই বৈঠকে উপস্থিত থাকবেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে উদ্ধব ঠাকরে, এম. কে স্ট্যালিন, অখিলেশ যাদব, হেমন্ত সোরেনরা।
  6. সোমবার কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আমন্ত্রণে বেঙ্গালুরুতে নৈশভোজে যোগ দিয়েছিলেন মোট ২৬টি দলের নেতা-নেত্রীরা। বৈঠক থেকে বেরিয়ে মমতা বলেন, ‘মিটিং বহুত আচ্ছা রাহা (খুব ভাল বৈঠক হয়েছে)।’
  7. কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও বৈঠক শেষে টুইট করে জানিয়েছেন, সামাজিক ন্যয়, সর্বাঙ্গীন উন্নয়ন আর দেশের উন্নতির স্বার্থে সম-মনোভাবাপন্ন দলগুলি একজোট হয়ে কাজ করবে। যদিও বিরোধীদের বৈঠককে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। এই বৈঠককে ‘ভানুতীর খেল’ বলে কটাক্ষ করেছে বিজেপি।
Next Article