Congress President Election: শেষ মুহূর্তে প্ল্যান পরিবর্তন, প্রথা ভেঙে ফুল নিয়ে খাড়্গের বাড়িতে সনিয়া-প্রিয়াঙ্কা

Congress President Election: কংগ্রেসের নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়্গে। তাঁকে অভিনন্দন জানাতে খাড়্গের বাড়িতে হাজির হলেন সনিয়া গান্ধী।

Congress President Election: শেষ মুহূর্তে প্ল্যান পরিবর্তন, প্রথা ভেঙে ফুল নিয়ে খাড়্গের বাড়িতে সনিয়া-প্রিয়াঙ্কা
ছবি সৌজন্যে: ANI

| Edited By: অঙ্কিতা পাল

Oct 19, 2022 | 6:02 PM

নয়া দিল্লি: কংগ্রেসের সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। বিপুল ভোটে জয় হয়েছে গান্ধী ঘনিষ্ঠ প্রার্থী তথা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়্গের। এদিন ফল ঘোষণার আগেই নিজের হার স্বীকার করে নিয়েছিলেন ‘পরিবর্তনের প্রার্থী’ শশী থারুর। দীর্ঘ দু’দশক পর কংগ্রেসের সভাপতি নির্বাচন থেকে নিজেদের দূরে রাখলেও এই নির্বাচন পুরোপুরি গান্ধীর প্রভাব মুক্ত হয়নি বলেই মনে করেছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষকরা। গান্ধীরা নির্বাচনে অংশ না নিলেও দলের রাশ থাকছে গান্ধী ঘনিষ্ঠ খাড়্গের হাতেই। এর আগে বিরোধীরা ‘রিমোট-কন্ট্রোল’ বলে খাড়্গেকে কটাক্ষও করেছে। তবে কংগ্রেসের শীর্ষ নেতারা এই দাবি খারিজ করেছেন। এবার বিরোধীদের এই কটাক্ষের ফলে সতর্ক পদক্ষেপ করতে দেখা গেল গান্ধী পরিবারকে।

খাড়্গের বাড়িতে সনিয়া ও প্রিয়ঙ্কা

সব সমালোচনার ঊর্ধ্বে মূল বিষয় ৭ হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন মল্লিকার্জুন খাড়্গে। নির্বাচনে জেতার পরই প্রথম কাজ হিসেবে ১০ জনপথে যাওয়ার পরিকল্পনা ছিল খাড়্গের। সনিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেনও তিনি। তবে তাঁর সেই আবেদন খারিজ করা হয়েছে বলেই জানা গিয়েছে। চিরাচরিত নিয়মে কতকটা পরিবর্তন এনেছে সনিয়া গান্ধী। বিরোধীদের ‘রিমোট-কন্ট্রোল’ সভাপতি তকমা ঘুচাতেই কংগ্রেস নেত্রীর এহেন সিদ্ধান্ত কি না তা স্পষ্ট নয়। তবে সনিয়া-খাড়্গের সাক্ষাতের ঠিকানা বদল হয়েছে ১০ জনপথ থেকে খাড়্গের বাসভবন ১০ রাজাজি মার্গে। নয়া সভাপতির বাসভবনে সনিয়ার যাওয়ায় ভেঙেছে কংগ্রেসের অন্দরে দীর্ঘদিনের প্রথা।

খুব কমই এরকম নজির দেখা গিয়েছে যেখানে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কোনও কংগ্রেস নেতার বাড়ি গিয়েছেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন একমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। ২০১৫ সালে কয়লা কাণ্ডে মনমোহন সিংকে সমন পাঠানো হলে দলীয় কার্যালয় থেকে তাঁর বাড়ি অবধি সনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নেতারা অভিযান করেছিলেন। তারপর এই প্রথম খাড়্গের বাড়িতে সটাং হাজির হলেন সনিয়া। এদিন খাড়্গের বাড়ি গিয়ে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন বিদায়ী কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এদিকে সনিয়ার এই পদক্ষেপে নতুন সভাপতিকে গ্রহণ করার বার্তা দেওয়া হয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওদিকে রাহুল এদিন জানিয়েছেন যে কংগ্রেসের অন্যান্য নেতার মতোই তিনি নয়া সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে রিপোর্ট করবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘নয়া সভাপতি দলে আমার কর্তব্য নির্ধারণ করবেন।’