চেন্নাই: সবে টিফিন পিরিয়ড শেষ হয়েছিল। খাবার খেয়ে, খেলাধুলো করে ক্লাসে ফিরছিল পড়ুয়ারা, কিন্তু ক্লাসে ঢুকতেই কী জানি একটা হল, একে একে অসুস্থ হয়ে পড়ল পড়ুয়ারা। ক্লাসরুমের ভিতরেই কিছু পড়ুয়ার শুরু হল বমি, মাথা ঘোরা, কেউ আবার সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল। এই ঘটনার পরই স্কুলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ওই স্কুলের প্রায় ১০০ পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর হসুর জেলার কর্পোরেশন মিডল স্কুলে। প্রাথমিক তদন্তে অনুমান, স্কুল চত্বরেই থাকা সেপটিক ট্যাঙ্ক থেকে কোনওভাবে গ্যাস লিক হয় এবং তার জেরেই একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে এত সংখ্যক পড়ুয়া।
শুক্রবার দুপুরে তামিলনাড়ুর হসুরের কৃষ্ণগিরির কর্পোরেশন মিডল স্কুলে একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। দুপুর ৩টে নাগাদ পড়ুয়ারা টিফিন পিরিয়ড শেষ হওয়ার পরে ক্লাসরুমে ঢুকতেই অস্বস্তিবোধ করে। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া। সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষের তরফে অসুস্থ পড়ুয়াদের নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ৬৭ জন পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেই জানা গিয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ুর ওই স্কুলে একসঙ্গে ১০০-রও বেশি পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। অধিকাংশ পড়ুয়ারই বমি বমি ভাব, মাথা ঘোরার মতো উপসর্গ দেখা যায়। তবে কারোর উপসর্গ গুরুতর নয় বলেই জানানো হয়েছে। জেলা কালেক্টর চন্দ্রভানু রেড্ডিও শতাধিক পড়ুয়ার অসুস্থ হওয়ার খবর পেয়েই প্রথমে স্কুল ও পরে হসুর সরকারি হাসপাতালে যান।