১ নভেম্বর থেকে ২ লক্ষেরও বেশি গাড়ি আর পাবে না পেট্রোল-ডিজেল! এল বড় নির্দেশ

Vehicles Rules: সব গাড়ির জন্য নয়, বাছাই করা প্রায় ২ লক্ষেরও বেশি গাড়ি ১ নভেম্বর থেকে পেট্রোল বা ডিজেল পাবে না। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন গাড়ি সেগুলি, জানা যাক।

১ নভেম্বর থেকে ২ লক্ষেরও বেশি গাড়ি আর পাবে না পেট্রোল-ডিজেল! এল বড় নির্দেশ
প্রতীকী চিত্র।Image Credit source: Getty Image

|

Jun 26, 2025 | 7:38 AM

নয়ডা: হাতে মাত্র কয়েক মাস সময়। তারপর পেট্রোল পাম্পে গেলেও মিলবে না পেট্রোল বা ডিজেল। সব গাড়ির জন্য নয়, বাছাই করা প্রায় ২ লক্ষেরও বেশি গাড়ি ১ নভেম্বর থেকে পেট্রোল বা ডিজেল পাবে না। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন গাড়ি সেগুলি, জানা যাক।

রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসের তরফে জানানো হয়েছে, যে গাড়িগুলির বয়সসীমা পার করে গিয়েছে, সেই গাড়িগুলি ১ নভেম্বর থেকে আর পেট্রোল-ডিজেল পাবে না। কোনও পেট্রোল পাম্পই জ্বালানি দেবে না।

গাড়ির বয়সসীমা কত? ডিজেল গাড়ির ক্ষেত্রে ১০ বছরের পুরনো এবং পেট্রোল গাড়ির ক্ষেত্রে ১৫ বছরের পুরনো হলেই, তা বয়সসীমা পার করে যাওয়া গাড়ি হিসাবে গণ্য করা হয়। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের তরফে দূষণ নিয়ন্ত্রণেই এই পুরনো গাড়িগুলিকে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

সেই নির্দেশ মেনেই নয়ডার রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস ১ নভেম্বর থেকে ‘বুড়ো গাড়ি’ গুলিকে পেট্রোল-ডিজেল দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতে নয়ডা, গাজিয়াবাদে পেট্রোল পাম্পগুলিতে অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন ক্যামেরা বসানো হবে। এই ক্যামেরা গাড়ির নম্বর প্লেট স্ক্যান করবে এবং সঙ্গে সঙ্গে বলে দেবে গাড়ির বয়স। যদি বয়সসীমা পার করে যায়, তবে পেট্রোল পাম্প থেকে পেট্রোল-ডিজেল দেওয়া হবে না।

গৌতম বুদ্ধ নগরের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, এনসিআর অর্থাৎ দিল্লি সংলগ্ন অঞ্চলে এমন প্রায় ২ লক্ষেরও বেশি গাড়ি রয়েছে, যার বয়সসীমা পার হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই সমস্ত গাড়ি মালিকদের নোটিস পাঠানো হয়েছে।

আরটিও-র তরফে গাড়িমালিকদের বুড়ো গাড়ি অন্যত্র স্থানান্তরের জন্য নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে বা সরাসরি গাড়ি সারেন্ডার বা সমর্পণ করতে বলা হয়েছে। যদি কেউ এই নিয়ম না মানেন, তবে বড়সড় জরিমানা ও গাড়ি বাজেয়াপ্ত করা হবে।