OYO Room: চাদরের তলায় তখন ওঁরা, হঠাৎ OYO-তে ঢুকে গেল চিতাবাঘ, তারপরই যা হল ভিডিয়োয় দেখুন…

OYO Room: ওই দম্পতি জানিয়েছেন, তাঁরা জয়পুরে সারাদিন ঘোরাঘুরির পর ক্লান্ত ছিলেন। ফলে বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েন। হঠাৎ তাঁদের মনে হয় হোটেল রুমের ভিতরে কেউ ঘুরছে। লাইট জ্বালাতেই চমকে ওঠেন। তখনই দেখেন চিতাবাঘটিকে। দ্রুত সেখান থেকে পালিয়ে যান তাঁরা।

OYO Room: চাদরের তলায় তখন ওঁরা, হঠাৎ OYO-তে ঢুকে গেল চিতাবাঘ, তারপরই যা হল ভিডিয়োয় দেখুন...
হোটেল রুমের ভিতরে চিতাবাঘImage Credit source: Instagram

Jan 21, 2024 | 7:45 AM

জয়পুর: রাজস্থানের জয়পুরে বেড়াতে গিয়েছেন স্বামী-স্ত্রী। বুক করেছিলেন ওয়ো। সারাদিন ঘোরাঘুরির পর এবার হোটেলের রুমে ঢুকে পড়েছিলেন তাঁরা। গায়ে চাদর চড়িয়ে, লাইট নিভিয়ে ঘুমোচ্ছিলেন। ঠিক তখনই খট করে একটা শব্দ। প্রথমে অতটা পাত্তা না দিলেও। পরে পিলে চমকে ওঠার জোগাড়। এ কী! একটা আস্ত চিতাবাঘ ঢুকে পড়েছে রুমে?

ঘটনাটি ঘটেছে রাজস্থানের কানোটায়। সেখানে হোটেল রমের ভিতর ঢুকে পড়ল চিতাবাঘ। ঘুমন্ত দম্পতি চোখ খুলতেই দেখেন খাটের পাশে হাঁটাহাটি করছে চিতাবাঘটি। প্রাণ বাঁচাতে দৌড়ে তাঁরা বেরিয়ে যান সেখান থেকে।এরপর রিসেপশনে পৌঁছে বিষয়টি জানান। অভিযোগ করেন। প্রথমে যদিও এই কথা কেউ বিশ্বাস করেনি। কিন্তু জানালা উঁকি দিয়ে হোটেল কর্মীরা চিতাবাঘটিকে দেখতে পান। কার্যত অবাক হয়ে যান তাঁরা। কারণ এই প্রথম এই ধরনের ঘটনা ঘটল তাঁদের হোটেলে।

ওই দম্পতি জানিয়েছেন, তাঁরা জয়পুরে সারাদিন ঘোরাঘুরির পর ক্লান্ত ছিলেন। ফলে বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েন। হঠাৎ তাঁদের মনে হয় হোটেল রুমের ভিতরে কেউ ঘুরছে। লাইট জ্বালাতেই চমকে ওঠেন। তখনই দেখেন চিতাবাঘটিকে। দ্রুত সেখান থেকে পালিয়ে যান তাঁরা।