Pahalgam Attack: মিসাইল-বোমা তো দূরের কথা! এখন জল-আতঙ্কেই হাঁটু গেড়ে বসে পড়ল পাকিস্তান

Pahalgam Attack: সিন্ধু জলচুক্তি অনুযায়ী, যদি সত্যি ভারত পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করে দেয়, যদি ইন্ডাস নদীর পর ভারত বাঁধ তৈরি করে দেয়, তাহলে পাকিস্তানের বিস্তীর্ণ অংশ সম্পূর্ণ ভাবে শুকিয়ে যাবে।

Pahalgam Attack:  মিসাইল-বোমা তো দূরের কথা! এখন জল-আতঙ্কেই হাঁটু গেড়ে বসে পড়ল পাকিস্তান
ঝিলমে জলস্ফীতিImage Credit source: TV9 Network

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 27, 2025 | 3:45 PM

শ্রীনগর: জলে ভাসছে পাকিস্তান। ঝিলমের জলস্ফীতিতে পাকিস্তানে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই ভেসে গিয়েছে মুজাফফারবাদ। চাকৌটির বিস্তীর্ণ এলাকা ভাসছে। ইতিমধ্যে পাকিস্তান প্রশাসনের তরফ থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খালি করে দেওয়া হয়েছে বিতস্তা তীরবর্তী এলাকা।

বরফের পাহাড়ের ওপর থেকে জল নেমে এসে ঝিলম নদী ভেসে গিয়েছে। পাক অধিকৃত কাশ্মীর থেকে অভিযোগ উঠছে, ঝিলম নদী থেকে ভারত সরকার না জানিয়ে জল ছেড়ে দিয়েছে। সে কারণেই এই বন্যা পরিস্থিতি। সে এলাকার মানুষের জমি-জায়গা, চাষের জমি, সবই ভেসে গিয়েছে। যদিও ভারত সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত স্বীকার করা হয়নি, পাকিস্তানকে না জানিয়ে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী কোনও জল ছাড়া হয়েছে কিনা।

সিন্ধু জলচুক্তি অনুযায়ী, যদি সত্যি ভারত পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করে দেয়, যদি ইন্ডাস নদীর পর ভারত বাঁধ তৈরি করে দেয়, তাহলে পাকিস্তানের বিস্তীর্ণ অংশ সম্পূর্ণ ভাবে শুকিয়ে যাবে। বিশেষত পাক অধীকৃত কাশ্মীর থেকে শুরু করে করাচি পর্যন্ত এই নদী বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে গিয়েছে। যদি নদীর ওপর বাঁধ তৈরি করে দিয়ে, ভারত ইচ্ছামতো জল ছাড়তে থাকে, পাকিস্তানের বিস্তীর্ণ অংশ চোখের নিমেশে ভেসে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, কোনও মিসাইল, বোমার প্রয়োজন পড়বে না, পাকিস্তানকে ধ্বংস করতে কেবল জলই যথেষ্ট। জলের মাধ্যমে ‘যুদ্ধ’ করে পাকিস্তানের বিস্তীর্ণ অংশ বিধ্বস্ত করে দেওয়া সম্ভব।