Pahalgam Attack: জলপাই উর্দি দেখে আরও বেশি নিরাপদ বোধ করেন পর্যটকরা, কিন্তু খটকা লাগে আপত্তিজনক এক প্রশ্নেই! কীভাবে শুরু এই অভিশপ্ত অধ্যায়ের?

Pahalgam Attack: পর্যটকরা রিসর্টের বাইরে যেখানে বসে ছিলেন, তার কাছাকাছিই ঘুরছিল। পর্যটকদের কেউ কিচ্ছু ভাবেননি, বরং তাঁরা নিজেদের আরও বেশি নিরাপদই মনে করেছিলেন। এই জায়গায় সেনাবাহিনীর প্রতি মুহূর্তে টহল দেওয়াই দস্তুর। সেনার বেশে জঙ্গিরা সামনে এসে বেশ কয়েকজনকে কিছু প্রশ্ন করতে থাকে।

Pahalgam Attack: জলপাই উর্দি দেখে আরও বেশি নিরাপদ বোধ করেন পর্যটকরা, কিন্তু খটকা লাগে আপত্তিজনক এক প্রশ্নেই! কীভাবে শুরু এই অভিশপ্ত অধ্যায়ের?
এই জঙ্গিরাই হামলা চালিয়েছিল।Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 23, 2025 | 2:38 PM

শ্রীনগর: শেষ কবে কাশ্মীরে পর্যটকদের টার্গেট করেছে জঙ্গিরা, তা স্মৃতি হাতড়েও মনে করতে পারছেন না সেখানকার বাসিন্দারা। এক অধ্যায় তৈরি হল ২২.০৪.২০২৫! পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার রিসর্টে সেনার পোশাকে ঢুকে হামলা চালিয়েছিল জঙ্গিরা! ঠিক কী ঘটেছিল? ভয়াবহ অভিজ্ঞতার শিকার হওয়া পর্যটকদের অনেকে বলছেন, প্রথমে সেনাবাহিনীর উর্দি পরে কয়েকজন সামনে আসে।

পর্যটকরা রিসর্টের বাইরে যেখানে বসে ছিলেন, তার কাছাকাছিই ঘুরছিল। পর্যটকদের কেউ কিচ্ছু ভাবেননি, বরং তাঁরা নিজেদের আরও বেশি নিরাপদই মনে করেছিলেন। এই জায়গায় সেনাবাহিনীর প্রতি মুহূর্তে টহল দেওয়াই দস্তুর। সেনার বেশে জঙ্গিরা সামনে এসে বেশ কয়েকজনকে কিছু প্রশ্ন করতে থাকে। অনেককে পোশাক খুলতেও বলা হয়। তাতেই সন্দেহ হয় পর্যটকদের।

পর্যটকরা জানিয়েছেন, প্রশ্নগুলো যথেষ্ট আপত্তিজনক ছিল। সংকীর্ণমনের। বেশ কয়েকজন পর্যটক আপত্তি করেন। কিন্তু ততক্ষণে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে দেয়। ভিতরে গুলি চালনার কয়েক মুহূর্ত পরই জঙ্গলের ভিতর থেকেও শুরু হয়ে যায় গুলিবর্ষণ। কয়েকজন জঙ্গলের ভিতরে গা ঢাকা দিয়েছিল।

ইতিমধ্যেই এনআইএ-এর তরফ থেকে আপাতত তিন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে। যাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের বয়ান অনুযায়ী এই স্কেচ তৈরি করা হয়েছে। সামনে এসেছে চার জঙ্গির ছবি। সামনে এসেছে চার জঙ্গির ছবি। তাদের মধ্যে ২ জন পাকিস্তানি, ২ জন কাশ্মীরি। তাদের মধ্যে তিন জনের নামও জানা গিয়েছে ইতিমধ্যে। চার জনই লস্কর-ই তৈবা সংগঠনের সদস্য। তিন জঙ্গির নাম আসিফ ফৌজি, সুলেমান শাহ, আবু তালহা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স।