
শ্রীনগর: অভিশপ্ত বৈসরন উপত্যকার অভিশপ্ত রিসর্টের বাইরেই প্রত্যন্ত সবুজ ঘেরা ভ্যালি। ভূস্বর্গের স্বাদ নিতে এক পর্যটক হেঁটে বেরাচ্ছিলেন রিসর্টের বাইরেই। মাঝবয়সী ওই ব্যক্তি তখন রিলস বানাচ্ছিলেন। উল্টো দিকে কেউ তাঁর ভিডিয়ো করছিলেন। হঠাৎ করেই গুলির শব্দ। বুক ফাটা আর্তনাদ। এরপর মুহুমুর্হু গুলি। থমকে যান তিনি। দৌড়তে শুরু করেন তিনি। কিছুটা নিরাপদ আশ্রয়ে যান। কী করবে বুঝতে পারেননি। সে সময়ে সামাজিক মাধ্যমই ভরসা। সেখানেই লাইভে তিনি প্রথম জানিয়েছিলেন, এখানে একটি রিসর্টে জঙ্গি হামলা হয়েছে। সামনে এসেছে শিউরে ওঠার মতো সেই ভিডিয়ো।
সামনে এসে আরও এক পর্যটকের ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, একটি পাথরের ওপর বসে ছিলেন তাঁর সন্তানকে নিয়ে। তারাও সেই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন।
গণহত্যার দুটো দিন পেরিয়ে গিয়েছে। এখনও থমথমে ভূস্বর্গ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকা। জায়গায় জায়গায় নাকা চেকিং চালাচ্ছে সেনা-সিআরপিএফ।
ইতিমধ্যেই এনআইএ-এর তরফ থেকে আপাতত তিন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে। যাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের বয়ান অনুযায়ী এই স্কেচ তৈরি করা হয়েছে। সামনে এসেছে চার জঙ্গির ছবি। সামনে এসেছে চার জঙ্গির ছবি। তাদের মধ্যে ২ জন পাকিস্তানি, ২ জন কাশ্মীরি। একজন আগেই নিকেশ হয়েছিল। এই ছবির তিন পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত বলে এজেন্সির দাবি। তিন জনের নামও জানা গিয়েছে ইতিমধ্যে। চার জনই লস্কর-ই তৈবা সংগঠনের সদস্য। তিন জঙ্গির নাম আসিফ ফৌজি, সুলেমান শাহ, আবু তালহা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স।