India Strike on Pakistan: ‘রঙ’ হারাবে পাকিস্তান, মুখ ফেরাবে সবাই! সার্জিকাল স্ট্রাইকের থেকেও ‘বড় ধাক্কা’ দিতে চলেছে ভারত

India Financial Strike on Pakistan: সম্প্রতি, পাকিস্তানকে ৭০০ কোটি মার্কিন ডলার ঋণ হিসাবে দিতে রাজি হয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। কিন্তু সেই টাকা নিয়ে দিনশেষে পড়শি দেশে সন্ত্রাসেই মদত জোগাবে, এমনটা অভিযোগ তুলে তাদের দিকে আসার টাকার নদীতে বাঁধ ফেলতে চাইছে নয়াদিল্লি।

India Strike on Pakistan: রঙ হারাবে পাকিস্তান, মুখ ফেরাবে সবাই! সার্জিকাল স্ট্রাইকের থেকেও বড় ধাক্কা দিতে চলেছে ভারত
প্রতীকী ছবিImage Credit source: Getty Image | PTI

|

May 02, 2025 | 12:46 PM

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার জের। এবার পাকিস্তানের ‘গলা টিপে ধরতে’ চলেছে ভারত। সন্ত্রাসী হামলার পরেই একাধিক পদক্ষেপের মাধ্য়মে পাকিস্তানকে কূটনৈতিক চাপে ফেলেছিল ভারত। জলবন্টন সাময়িকভাবে বন্ধ করার পাশাপাশি স্থগিত হয়েছে সীমানা,বাণিজ্যে এমনকি আকাশপথও।

এবার চাপ বাড়াতে ‘জলযুদ্ধের’ পর পাক সরকারের বিরুদ্ধে আর্থিক যুদ্ধ ঘোষণা করতে পারে ভারত। ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সন্ত্রাস-প্রেম বন্ধ করতে তাদেরকে আর্থিক চাপে রাখতে চলেছে সাউথ ব্লক।

কিন্তু কীভাবে তাদের চাপে রাখবে নয়াদিল্লি?

সূত্রের খবর, প্রথমে পাকিস্তানকে আবার FATF-এর ধূসর তালিকাভুক্ত করার চেষ্টা চালাবে ভারত। দ্বিতীয় পদক্ষেপ হিসাবে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছে গিয়ে পাকিস্তানের ‘সাহায্য’ চাওয়া বন্ধ করবে ভারত সরকার।

সম্প্রতি, পাকিস্তানকে ৭০০ কোটি মার্কিন ডলার ঋণ হিসাবে দিতে রাজি হয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। কিন্তু সেই টাকা নিয়ে দিনশেষে পড়শি দেশে সন্ত্রাসেই মদত জোগাবে, এমনটা অভিযোগ তুলে তাদের দিকে আসার টাকার নদীতে বাঁধ ফেলতে চাইছে নয়াদিল্লি। পাশাপাশি, পাকিস্তান যেন আবার ধূসর তালিকার আওতাভুক্ত হয় তারও ব্যবস্থা করছে নয়াদিল্লি।

কিন্তু কী এই ধূসর তালিকা?

যে সকল দেশ নিজেরদের তহবিল নিয়ে তছরূপ করে থাকে এবং সেই টাকা সন্ত্রাসের মতো দুর্বৃত্তরাজে বিনিয়োগ করে থাকে, তাদেরকে এই তালিকাভুক্ত করে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। ২০১৮ সালের জুন মাস থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তান এই তালিকারই আওতাভুক্ত ছিল। যার জেরে সেই বছরগুলিতে পাকিস্তান বিদেশি বিনিয়োগের ঝাপ কার্যত বন্ধ হয়েছিল বললেই চলে। এবার ফের পড়শি দেশকে সেই ধূসর তালিকাভুক্ত করতে ভাবনাচিন্তা চালাচ্ছে নয়াদিল্লি।