‘ISI জাহাজ পাঠিয়েছে বাংলাদেশে, একেবারে সঠিক খবর…’, ফাঁস হল বড় তথ্য

Bangladesh Border: ভারতকে শত্রু-দেশ ঘোষণা করার দাবি উঠেছে বাংলাদেশে, বিলি করা হচ্ছে লিফলেট। তার পিছনেই বা মাথাটা কার? এই সব প্রশ্ন যখন উঠছে, তারই মধ্যেই সামনে এল বড় তথ্য। 

'ISI জাহাজ পাঠিয়েছে বাংলাদেশে, একেবারে সঠিক খবর...', ফাঁস হল বড় তথ্য
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2024 | 6:47 PM

কলকাতা: প্রকাশ্যে রাস্তায় জঙ্গিদের স্লোগান, ভারতের দিকে এগিয়ে আসা মিছিল দেখে অনেকেই বলছেন বাংলাদেশের অশান্তির পিছনে আসলে অন্য কোনও শক্তি কাজ করছে। ইউনূস সরকারকে কে বা কারা প্রভাবিত করছে, তা নিয়ে অনেক তত্ত্বই উঠে আসছে। ভারতকে শত্রু-দেশ ঘোষণা করার যে দাবি উঠছে তার পিছনেই বা মাথাটা কার? এই সব প্রশ্ন যখন উঠছে, তারই মধ্যেই সামনে এল বড় তথ্য।

বাংলাদেশকে ঝামেলা পাকাতে মদত দিচ্ছে পাক সংস্থা আইএসআই! এমনটাই দাবি করলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তিনি জানান, একেবারে সঠিক খবর এসেছে যে বাংলাদেশে জাহাজ পাঠিয়েছে আইএসআই। একটি নয়, এরকম দুটি জাহাজ পৌঁছেছে বাংলাদেশের জলপথে। বেশ কয়েকদিন কেটে গেলেও সেগুলিতে কী আছে, তা এখনও চেকিং করা হয়নি বলে দাবি করেছেন তিনি।

কর্নেল দীপ্তাংশু চৌধুরী মনে করছেন, আরও অনেক কিছু পাঠাবে আইএসআই। রিসোর্স পাঠাবে , টাকাও দেবে। ইউনূস সরকার এটা মান্যতা দিচ্ছে, জামাত তার সুবিধা নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাই বিএসএফের সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশকেও যথেষ্ট সতর্ক থাকতে হবে বলে মনে করছেন তিনি। তাঁর দাবি, বিশেষ করে নজর দিতে হবে জলপথে।

তবে কর্নেলের বক্তব্য, ভারত সরকারও চুপ করে বসে নেই। তিনি বলেন, আমরা অনেক কিছুই জানি না। পর্দার পিছনে অনেক কিছু হচ্ছে।