Operation Sindoor: ‘হামলার জবাব দিয়েছে ভারত, মৃত্যু হয়েছে পাক সেনার ৩৫-৪০ জওয়ানের’, জানাল ভারতীয় সেনা

Operation Sindoor: লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, পাকিস্তানের ডিজিএও-কে রবিবার হটলাইনে বার্তা পাঠানো হয়েছে। আজ রাতে কিংবা পরে পাকিস্তান সেনা সংঘর্ষবিরতি লঙ্ঘন করলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Operation Sindoor: হামলার জবাব দিয়েছে ভারত, মৃত্যু হয়েছে পাক সেনার ৩৫-৪০ জওয়ানের, জানাল ভারতীয় সেনা
Image Credit source: ANI

May 11, 2025 | 10:58 PM

নয়াদিল্লি: ভারত কোনও হামলা চালায়নি। হামলার যোগ্য জবাব দিয়েছে। গুঁড়িয়ে দিয়েছে জঙ্গিঘাঁটি। খতম করা হয়েছে একশোর বেশি জঙ্গিকে। রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে একথা জানালেন ভারতের তিন বাহিনীর পদস্থ সেনাকর্তারা। একইসঙ্গে সাংবাদিক বৈঠকে তাঁরা জানালেন, বিনা প্ররোচনায় পাক সেনার হামলা চালিয়েছে। ভারতের জবাবে সীমান্তে পাক সেনার ৩৫ থেকে ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছে।

এদিন সাংবাদিক বৈঠকে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, “৯-১০ মে’র রাতে ভারতীয় আকাশসীমা ড্রোন ও বিমান প্রবেশ করিয়েছিল পাকিস্তান। সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা করে। কিন্তু, তা প্রতিহত করা হয়েছে।”

তিনি আরও জানান, ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান সেনা। তার যোগ্য জবাব দেন ভারতীয় জওয়ানরা। তাতেই ৭ মে থেকে ১০ মে পর্যন্ত ৩৫-৪০ জন পাকিস্তানি জওয়ানের মৃত্য হয়েছে বলে সাংবাদিক বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান।

সংঘর্ষবিরতিতে সম্মত হওয়া নিয়ে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, শনিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে পাকিস্তানের ডিজিএমও-র সঙ্গে তাঁর কথা হয়। সেখানেই উভয়পক্ষ বিকেল ৫টা থেকে সংঘর্ষবিরতিতে সম্মত হয়। কিন্তু, কয়েক ঘণ্টার মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, পাকিস্তানের ডিজিএমও-কে রবিবার হটলাইনে বার্তা পাঠানো হয়েছে। আজ রাতে কিংবা পরে পাকিস্তান সেনা সংঘর্ষবিরতি লঙ্ঘন করলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদনটি সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে লেখা।