India-Pakistan Conflict: কতটা নির্লজ্জ ভাবুন! প্রতিশোধ নিতে শিশুদের স্কুল গুঁড়িয়ে দিচ্ছে পাকিস্তান

india pakistan war probability: বৃহস্পতিবার সকালে টিভি ৯ বাংলা পুঞ্চে। সেখানে যেতেই দেখা গেল কীভাবে স্কুল-কলেজ ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে পড়শি দেশ। পুঞ্চে অবস্থিত 'দারউল-মদিনা ইংরেজি স্কুল'।

India-Pakistan Conflict: কতটা নির্লজ্জ ভাবুন! প্রতিশোধ নিতে শিশুদের স্কুল গুঁড়িয়ে দিচ্ছে পাকিস্তান
কীভাবে নষ্ট করছে স্কুলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 08, 2025 | 1:26 PM

পুঞ্চ: বেপরোয়া পাকিস্তান। মঙ্গলবার ‘অপারেশন সিঁদুরের’ পর থেকে কাপুরুষের মতো হামলা চালিয়েছে পাকসেনা। পুঞ্চে পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে তেরো জন সাধারণ নাগরিকের। শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান। আতঙ্কের কার্যত গৃহবন্দি মানুষজন। বুধবার রাতে কাপুরুষের মতো পাকিস্তান ঠিক কী করেছে সবটা জানিয়ে দিলেন কাশ্মীরি যুবক ইফসান।

বৃহস্পতিবার সকালে টিভি ৯ বাংলা ঘুরে দেখে পুঞ্চ। সেখানে যেতেই দেখা গেল কীভাবে স্কুল-কলেজ ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে পড়শি দেশ। পুঞ্চে অবস্থিত ‘দারউল-মদিনা ইংরেজি স্কুল’। সেখানে পড়াশোনা করে প্রচুর পড়ুয়া। তার পাশেই রয়েছে বিএড কলেজ। এই স্কুল বা কলেজ পাক সেনার নজর থেকে ছাড় পায়নি কিছুই। স্কুলের দরজা-জানলার কাচ ভেঙে ফেলা হয়েছে। ভিতরের ছাদ ভেঙে দিয়েছে। লোহার গ্রিল ভেঙে গেছে। বলা ভাল বিএড কলেজকে ভেঙে ফেলা হয়েছে।

ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার জায়গা কীভাবে ধ্বংস করে দিচ্ছে পাকিস্তান। সংশ্লিষ্ট স্কুলের কেয়ারটেকার গতকাল হামলার সময় ভিতরেই ছিলেন। প্রাণের ঝুঁকি নিয়েই রয়ে গিয়েছিলেন স্কুলের ভিতরে। কেয়ারটেকার ইফসান বলেন, “আমি শুয়েছিলাম। যখন ফায়ারিং হল তখন ভিতরে ছিলাম। এরপর দরজায় এসে বম্ব পড়ল। তখন আর পারিনি। বেরিয়ে গিয়েছি।”