SCO Meet: ‘ইতিবাচক আলোচনার দিকে তাকিয়ে’, ভারতে এলেন পাক বিদেশমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 04, 2023 | 2:52 PM

Pakistan Foreign Minister Bilawal Bhutto Zardari in India: এসসিও বৈঠকে যোগ দিতে গোয়ায় পৌঁছলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জ়রদারি। প্রায় এক যুগ পর পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী ভারতে আসলেন।

SCO Meet: ইতিবাচক আলোচনার দিকে তাকিয়ে, ভারতে এলেন পাক বিদেশমন্ত্রী
Image Credit source: টুইটার

Follow Us

নয়া দিল্লি: দু’দিনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের সম্মেলনে যোগ দিতে ভারতে আসলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জ়রদারি (Bilawal Bhutto Zardari)। গোয়ায় অনুষ্ঠিত এই এসসিও বৈঠকে যোগ দিতে আজই করাচি বিমানবন্দর থেকে রওনা দেন পাক বিদেশমন্ত্রী। প্রায় এক যুগ পর কোনও পাক বিদেশমন্ত্রী ভারতে পা রাখলেন। ভারত-পাক ক্ষয়িষ্ণু সম্পর্কের আবহে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ভারতে পৌঁছনোর আগেই টুইটারে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন বিলাওয়াল। এসসিও সম্মেলনের জন্যই তাঁর এই ভারত সফর জানিয়ে পাক বিদেশমন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে গঠনমূলক আলোচনার দিকে তাকিয়ে রয়েছেন।

তাঁর ভিডিয়ো বার্তায় বিলাওয়াল বলেন, “ভারতের গোয়া যাওয়ার পথে। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সিএফএম-এ পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেব। এই বৈঠকে যোগ দেওয়ার আমার সিদ্ধান্ত এসসিও সনদের প্রতি পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে।” তিনি আরও উল্লেখ করেন, “বন্ধুসম দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে ইতিবাচক আলোচনার আশা করছি।” প্রসঙ্গত, আজ ও আগামিকাল গোয়ায় এসসিও সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। এসসিও সদস্য দেশগুলির বিদেশ মন্ত্রীরা এই বৈঠকে যোগ দিচ্ছেন। এই বৈঠকে যোগ দিতেই ভারতে আসছেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। এদিকে গত কয়েক বছরে একাধিক ইস্যু নিয়ে ভারত-পাক সম্পর্কে তিক্ততা বেড়েছে। এই আবহেই ২০১১ সালের পর আবার পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী ভারতে আসছেন।

এদিকে এই সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখতে গতকালই গোয়া পৌঁছে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এসসিও সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে পার্শ্ব বৈঠকের কথা রয়েছে তাঁর। তবে সূত্রের খবর, এসসিও সম্মেলনের ফাঁকে এখনও পর্যন্ত জয়শঙ্কর ও বিলাওয়ালের বৈঠকের কোনও সম্ভাবনা নেই।

Next Article