Bhargavastra: শুধুই নয় সুদর্শন চক্র, পাক বধে ভারতের হাতে এবার পরশুরামের অস্ত্র, দেখুন এর ক্ষমতা

Bhargavastra: প্রথম দুটি ট্রায়ালে একটি করে রকেট পরীক্ষা করা হয়। শেষ ট্রায়ালে মাত্র দুই সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি রকেট ছোড়া হয়। প্রতিটি রকেটই ড্রোন ধ্বংস করতে সফল।   

Bhargavastra: শুধুই নয় সুদর্শন চক্র, পাক বধে ভারতের হাতে এবার পরশুরামের অস্ত্র, দেখুন এর ক্ষমতা
খেল দেখাবে ভার্গবাস্ত্র। Image Credit source: X

|

May 15, 2025 | 10:09 AM

নয়া দিল্লি: পাকিস্তানকে ঘোল খাইয়েছে ভারতের সুদর্শন চক্র। এবার ড্রোন হামলা রুখতে ভারতের হাতে এল আরও এক ভয়ঙ্কর অস্ত্র। শত্রুদের ড্রোন ধ্বংস করতে ভারতের হাতে এল কাউন্টার ড্রোন সিস্টেম ভার্গবাস্ত্র। আজ তার পরীক্ষাও হয়ে গেল।

সোলার ডিফেন্স অ্যান্ড অ্য়ারোস্পেস লিমিটেডের তৈরি এই কাউন্টার ড্রোন সিস্টেম ঝাঁকে ঝাঁকে উড়ে আসা ড্রোনকে ধ্বংস করবে এক নিমেষে। এই কাউন্টার ড্রোন সিস্টেমে যে মাইক্রো রকেটগুলি ব্যবহার করা হয়েছে, তা ইতিমধ্যেই সফলভাবে পরীক্ষা করা হয়েছে।

গতকাল, ১৩ মে গোপালপুরে তিনবার ট্রায়াল হয়। উপস্থিত ছিলেন আর্মি এয়ার ডিফেন্সের শীর্ষ আধিকারিকরাও। প্রথম দুটি ট্রায়ালে একটি করে রকেট পরীক্ষা করা হয়। শেষ ট্রায়ালে মাত্র দুই সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি রকেট ছোড়া হয়। প্রতিটি রকেটই ড্রোন ধ্বংস করতে সফল।

জানা গিয়েছে, আড়াই কিলোমিটার দূর থেকে শত্রু ড্রোন শনাক্ত করতে পারে, তা সে যত ছোট আকারেরই হোক না কেন। এর মাইক্রো রকেট ঝাঁকে ঝাঁকে আসা ড্রোনকে ধ্বংস করতে সক্ষম। সুরক্ষার দ্বিতীয় স্তরেও মাইক্রো মিসাইল নির্দিষ্ট নিশানা ধ্বংস করতে সক্ষম।

৫০০০ মিটার উচ্চতাতেও এই কাউন্টার ড্রোন সিস্টেম মোতায়েন করা যায়। এই সিস্টেমের আরও একটি বিশেষত্ব হল এর অত্যন্ত কম খরচ। দেশীয় ডিজাইনে তৈরি এই রকেট ও মাইক্রো মিসাইল সিস্টেম যেকোনও ড্রোন যেমন ধ্বংস করতে পারে, তেমনই জ্যামিং ও স্পুফিংয়ের অতিরিক্ত সুবিধাও দেয়।

প্রধানমন্ত্রী মোদীর “মেক ইন ইন্ডিয়া” উদ্যোগে আরও একটি সাফল্যের পালক এটি। এয়ার ডিফেন্স সিস্টেমে আরও একটি সুরক্ষার চাদর যোগ করবে এই সিস্টেম।