Pak PM: ‘মা চলে যাওয়ার থেকে বড় ক্ষতি আর নেই’, নমো-কে সান্ত্বনা পাক প্রধানমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 30, 2022 | 6:29 PM

নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপক্ষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হীরাবেন মোদীর প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সমবেদনা জানিয়েছেন।

Pak PM: মা চলে যাওয়ার থেকে বড় ক্ষতি আর নেই, নমো-কে সান্ত্বনা পাক প্রধানমন্ত্রীর
মায়ের শেষকৃত্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোকবার্তা পাক প্রধানমন্ত্রীর। ছবি সৌজন্য: টুইটার।

Follow Us

নয়া দিল্লি: কূটনৈতিক বৈরিতার ঊর্ধ্বে মানবিকতা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাঁর কথায়, “মা-কে হারানোর থেকে বড় ক্ষতি আর কিছু হয় না।” পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেপালের প্রধামনমন্ত্রী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, রাশিয়া, জার্মানির রাষ্ট্রদূতও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সমবেদনা জানিয়ে করে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ টুইটারে লিখেছেন, “একজনের মা চলে যাওয়ার থেকে বড় ক্ষতি আর কিছু নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুতে আমার সমবেদনা রইল।”

এদিন সকালে হীরাবেন মোদীর মৃত্যুর পরই শোকপ্রকাশ করে টুইট করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। টুইটারে তিনি লেখেন, “নরেন্দ্র মোদীজি-র মা হীরাবা-জির প্রয়াণে গভীরভাবে মর্মাহত। তিনি একজন অতি সাধারণ মানুষ এবং প্রকৃত কর্মযোগী হিসাবে জীবন অতিবাহিত করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।” নেপালের নবাগত প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ‘প্রচণ্ড’ শোকপ্রকাশ করে টুইট করেছেন, “প্রধানমন্ত্রীর প্রিয় মা হীরাবা মোদীর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত, এই মুহূর্তে আমি প্রধানমন্ত্রী মোদীজি ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাঁর (হীরাবা মোদী) আত্মার শান্তি কামনা করছি।”

একইভাবে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপক্ষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হীরাবেন মোদীর প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল উইকিরেমেসিঙ্ঘে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানায়াহু, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিহ, ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপোভ, জার্মানির ভারতে রাষ্ট্রদূত ফিলিপ আকামানও টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বুধবার থেকে আহমেদাবাদের এক হাসপাতালে ভর্তি ছিলেন হীরাবেন মোদী। এদিন ভোর সাড়ে ৩টে নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়েই সেখানে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মায়ের শেষকৃত্যে অংশগ্রহণও করেন।

Next Article